ইয়েমেনের দক্ষিণাঞ্চলে ৩৮ সৌদি সেনা নিহত

ইয়েমেনের দক্ষিণাঞ্চলে যুদ্ধে গত জুনে সৌদির ৩৮ সেনা নিহত হয়েছে। বুধবার ইয়েমেনের আল-মাসিরাহ টেলিভিশনে প্রকাশিত এক প্রতিদেনে এ তথ্য উঠে আসে।

প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়, এদের মধ্যে ২৬ সেনা বিভিন্ন সহিংসতায় নিহত হয়েছেন। এছাড়া ৪৬ জনের অবস্থা সংকটাপন্ন বলেও জানানো হয়। ২০১৫ সাল থেকে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আবদ রাব্বু মানসুর হাদি’কে ক্ষমতায় ফেরাতে হাউতি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে সৌদি নেতৃত্বাধীন জোট।

বিদ্রোহীদের দমাতে বিভিন্ন সময় হামলা চালিয়ে আসছে জোটটি। এ পর্যন্ত জোটের হামলায় বহু মানুষ হতাহত এবং বাস্তুচ্যুত হয়েছেন।