৩৫৩ অডিট কর্মীকে ১০ লাখ রিয়াল ‘ইনাম’ দিলেন সৌদি বাদশাহ সালমান

সৌদিআরবের অডিট ব্যুরোর ৩৫৩ কর্মীকে ৮.৩ বিলিয়ন রিয়াল সাশ্রয়ের জন্যে ১০ লাখ রিয়াল পুরস্কার দিয়েছেন বাদশাহ সালমান।

সৌদি প্রেস এজেন্সি বলছে, পেশাগত কাজে সফলতার জন্যে বাদশাহ সালমান এ অর্থ তাদের ‘ইনাম’ হিসেবে দিয়েছেন। তাদের এ পেশাগত দক্ষতার কারণে সৌদি সরকারের অপচয় রোধ করা সম্ভব হয়েছে।

দেশটির জাতীয় সম্পদ ও জনসম্পদ রক্ষা করা গেছে। আল-আরাবিয়া