কোয়ার্টার ফাইনালের আগে ব্রাজিল দলে সুসংবাদ

সার্বিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে চোট পেয়ে মাঠ ছাড়েন মার্সেলো। মেক্সিকোর বিপক্ষে শীর্ষ ষোলোর ম্যাচে ছিলেন দলে। তার বদলে খেলেছেন ফিলিপে লুইস।

তবে কোয়ার্টার ফাইনালের আগে ব্রাজিল সমর্থকদের সুসংবাদ দিলেন কোচ তিতে। চোট কাটিয়ে বেলজিয়ামের বিপক্ষে বাচা-মরার লড়াইয়ে ফিরছেন দলের অন্যতম ভরসা মার্সেলো। তিতে বলেন, ‘সার্বিয়ার বিপক্ষে ইনজুরির কারণে মাঠ ছাড়তে বাধ্য হয় মার্সেলো। মেক্সিকোর বিপক্ষে সে দলে ছিলো না কারণ, মাত্র ৪৫ মিনিট খেলতে পারতো।’

‘এখন আমি মার্সেলো এবং লুইস দু’জনের সঙ্গেই কথা বলেছি। তবে সামনের ম্যাচে মার্সেলো খেলছে। আর ক্যসিমিরোর (দুই ম্যাচে হলুদ কার্ড দেখে কোয়ার্টার ফাইনাল মিস করছেন) পরিবর্তে খেলবেন ফিরমিনো।’

‘আমাকে যে বিষয়টি সবচেয়ে বেশি খুশি করছে তা হলে প্রত্যেক ম্যাচে বেঞ্চের খেলোয়াড়রা সুযোগ পেলেই তারা খুব ভালো করছে। তার মানেই আমরা অনেক ভালো টিম।’ শুক্রবার (৬ জুন) দিবাগত রাত ১২টায় বেলজিয়ামের মুখোমুখি হবে ব্রাজিল।