নেইমার-পগবাদের জন্য দুঃসংবাদ!

সর্বোচ্চবার বিশ্বকাপ জয়ী দল ব্রাজিল আরো একবার দাপটের সঙ্গে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করেছে। যেখানে তারা মোকাবেলা করবে বর্তমান সময়ের অন্যতম সেরা দল এবং ইউরোপের অন্যতম পরাশক্তি বেলজিয়ামকে। উরুগুয়ে-ফ্রান্সের লড়াই দিয়ে শুক্রবার থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ কোয়ার্টার ফাইনাল। সেমিফাইনালে ওঠার জন্য আরও লড়বে ব্রাজিল-বেলজিয়াম, ইংল্যান্ড-সুইডেন ও ক্রোয়েশিয়া-রাশিয়া।

কিন্তু এই লড়াই করতে গিয়ে বেশ কয়েক জন তারকা তাদের ‘সম্ভাব্য’ সেমিফাইনালে ছিটকে যাওয়ার শঙ্কায়।
ফ্রান্সের চারজন খেলোয়াড় দ্বিতীয় হলুদ কার্ড দেখলে খেলতে পারবেন না সম্ভাব্য সেমিফাইনালে। তাদের মধ্যে আছেন পল পগবা, বেঞ্জামিন পাভার্ড ও অলিভার জিরুদ। উরুগুয়ের শঙ্কা কেবল একজনকে নিয়ে- রোদ্রিগো বেন্তানকুর।

টুর্নামেন্টের ফেভারিট ব্রাজিলের তিন খেলোয়াড় দ্বিতীয় হলুদ কার্ডের সংশয়ে, অন্যতম হলেন দুটি করে গোল করা ফিলিপে কৌতিনিয়ো ও নেইমার। কেভিন ডি ব্রুইন, থোমাস মুনিয়ের ও জ্যান ভারটনঘেনসহ বেলজিয়ামের পাঁচ খেলোয়াড়ের পাশে রয়েছে একটি করে হলুদ কার্ড।