ফ্রান্সের কাছে হেরেও কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা!

প্রি-কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের বিপক্ষে খেলতে নামে লিওনেল মেসির দল আর্জেন্টিনা। সেই ম্যাচে ৪-৩ গোলে হেরে বিশ্বকাপ আসর থেকে ছিটকে পরে আর্জেন্টিনা। তবে কোয়ার্টার ফাইনালে লড়াইয়ে থাকছে আর্জেন্টিনাও। তবে সেখানে মেসি-ডি মারিয়ারা খেলবে না, মাঠের ২২ জন খেলোয়ারকে নিয়ন্ত্রণ করবে একজন আর্জেন্টাইন রেফারি।

শুক্রবার ৬ই জুন কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচে উরুগুয়ের বিপক্ষে নামবে আর্জেন্টিনাকে বিদায় করা দল ফ্রান্স। আর সেই ম্যাচটি পরিচালনা করবে আর্জেন্টাইন রেফারি নেস্তর পিতানা। শুধু তিনি নন সহকারি দুই রেফারিও আর্জেন্টাইন। তারা হলেন হার্নান মাইদানা এবং হুয়ান পাবলো বেলাত্তি। এছাড়া চতুর্থ রেফারি হিসেবে থাকবে ইরানের আলিরেজা ফাগানি,তিনি আর্জেন্টিার দ্বিতীয় ম্যাচ পরিচালনা করেছে।

এবারে বিশ্বকাপের উদ্বোধনী রাশিয়া-সৌদি আরবের ম্যাচটিও পরিচালনা করেন আর্জেন্টাইন রেফারি পিতানা। বুধবার রাতে কোয়ার্টার ফাইনালের ৪ ম্যাচের রেফারিদের নাম জানিয়েছে ফিফা।