বিশ্বের ধনী ১০ ক্রিকেটারের বার্ষিক আয়

ফুটবল-টেনিস কিংবা গলফের মতো বর্তমান বিশ্বে ক্রিকেটও অনেক বেশি জনপ্রিয়। একসময় বাবা-মায়েরা ছেলে-মেয়েদের খেলাধুলা থেকে বিরত রাখতেন।তাদের চাওয়া, বাচ্চাদের খেলাধুলা করে অযথা সময় নষ্ট করার চেয়ে পড়াশুনায় মনোযোগী হওয়াই উত্তম। কিন্তু বর্তমানে প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে। বিশ্বাস-ধারণা বদলেছে অভিভাবকদের। এখন অনেক পরিববার চায় তাদের বাচ্চা বড় হয়ে ক্রিকেটার হোক। এজন্য প্রয়োজনীয় ব্যবস্থাও করেন তারা।

বর্তমানে ক্রিকেটের প্রতি মানুষের টান ও আবেগের মূল কারণ অন্যান্য খেলাধুলার চেয়ে এখানে টাকার ছড়াছড়ির মাত্রাটা একটু বেশিই। কারণ এর কল্যাণে অনেক ক্রিকেটার গরীব পরিবার থেকে হয়েছেন কোটিপতি। এককথায়, তাদের জীবন যাত্রার মান বদলে দিয়েছে ক্রিকেট। ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি, পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির ও আফগানিস্তানের রশিদ খানের গল্প কমবেশি সবারই জানা। ক্রিকেট তাদের বদলে দিয়েছে। সমাজে দিয়েছে আলাদা সম্মান-স্বীকৃতি।

আজ গোনিউজ পাঠকদের জন্য রয়েছে বিশ্বের ১০ ধনী ক্রিকেটারের গল্প।

১০.ইন্ডিয়ায় জনপ্রিয় ক্রিকেটারদের অন্যতম যুবরাজ সিং। ভারতের ২০০৭ টি-টোয়েন্টি ও ২০১১ বিশ্বকাপে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। যদিও ক্যারিয়ারের শেষের দিকে এসে ক্যান্সারের সঙ্গে লড়াই করে এখন অনেকটা ভেঙ্গে পড়েছেন যুবরাজ। তবে সুস্থ হয়ে ফের আইপিএলে ফিরেছেন। ভারতের ঘরোয়া লিগটিতে দুই কোটি রুপিতে তাকে কিনে নেয় সানরাইজার্স হায়দরাবাদ। বর্তমানে তার বাৎসরিক আয় সাড়ে তিন মিলিয়ন ডলার।
ধোনি ও যুবরাজ। ভালোবাসার বন্ধন।

৯. অস্ট্রেলিয়ার সাবেক বিশ্বকাপজয়ী অধিনায়ক মাইকেল ক্লার্কের বাৎসরিক আয় ৩.৯ মিলিয়ন ডলার। তার বেশির ভাগ আয় আসে ধারাভাষ্য কিংবা টিভি উপস্থাপনা থেকে। এছাড়া বিজ্ঞাপন বাবদও কম আয় হয় না তার। সব মিলিয়ে বিশ্বের সর্বোচ্চ আয়কারী ক্রিকেটারদের মধ্যে ক্লার্কের অবস্থান নবম।

৮. একসময় ভারত ক্রিকেটে চষে বেড়িয়েছেন। এখন সবই অতীত। আইপিএলেও নিজের অবস্থান নিয়ে দোটানায় গৌতম গম্ভীর। তারপরও ভারতীয় এই ক্রিকেটারের বাৎসরিক আয় চোখে পড়ার মতো। প্রতি বছর ক্রিকেট ও বিজ্ঞাপন বাবদ তার আয় হয় ৪.৭৯ মিলিয়ন ডলার। হিসেব মতে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকেই ২.৬ কোটি রুপি আয় করেন গম্ভীর।

৭. বিশ্বের ১০ জন সর্বোচ্চ আয়কারী ক্রিকেটারের তালিকায় সাতে অজি অলরাউন্ডার শেন ওয়াটসন। বছরে ৪.২৬ মিলিয়ন ডলার আয় করেন তিনি। যার বেশিরভাগই আসে ক্রিকেট ও বিজ্ঞাপন বাবদ। গেল আইপিএলে তার হাত ধরেই তৃতীয়বারের মতো শিরোপা জিতে চেন্নাই সুপার কিংস।

৬. আফ্রিদি দ্য রিয়েল বস অব টি-টোয়েন্টি ক্রিকেট। বিশ্বে ক্রিকেটে তার ভক্তের অভাব নেই। ক্রিস গেইলের মতো তিনিও ক্রিকেট ফেরি করে বেড়ান। যা থেকে প্রচুর আয়ও হয়। ক্রিকেট ছাড়াও অফ ফিল্ড থেকে প্রচুর আয় হয় তার। যা তিনি গরিব ও মানবতার কল্যাণে খরচ করেন। আর তা তাকে জনপ্রিয়তার শীর্ষে তুলতে সাহায্য করেছে।
আফ্রিদি।

জানা যায়, প্রতি বছর ৫.৮০ মিলিয়ন ডলার আয় হয় আফ্রিদির। যার ৫.৪২ মিলিয়ন আয় হয় বিভিন্ন কোম্পানির বিজ্ঞাপন ও কোম্পানির সঙ্গে যুক্ত থাকায়।

৫. ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ আয়কারীদের তালিকায় ছিলেন অজি ক্রিকেটার স্মিথ ও ওয়ার্নার। কিন্তু বল টেম্পারিংয়ের ঘটনায় বাদ পড়ে তারা এই লিস্ট থেকে ছিটকে পড়েছেন। তাই সর্বোচ্চ আয়কারী ক্রিকেটারদের পঞ্চম তালিকায় ঢুকে পড়েছেন ভারতের সাবেক অধিনায়ক বীরেন্দ্র শেবাগ। কিংস ইলেভেন পাঞ্চাবের এই ম্যানেজারের বর্তমান আয় ৬.১ মিলিয়ন ডলার। আর ফ্রাঞ্চাইজি থেকে তার আয় এক কোটি রুপি।

জানা যায়, ফ্রাঞ্চাইজি-বিজ্ঞাপন ছাড়াও বেশ কিছু চেইন বিজনেস রয়েছে শেবাগের। যা থেকে বছরে লক্ষ-কোটি ইনকাম হয় তার।

৪. আপনি দক্ষিণ আফ্রিকা টিমকে ঘৃণা করতে পারেন। কিন্তু যে একজন মানুষের টানে স্টেডিয়ামে যাবেন তিনি হচ্ছেন এবি ডি ভিলিয়ার্স। ক্রিকেটের জেন্টালম্যান বলা হয় তাকে। সদ্য ক্রিকেট থেকে অবসর নেয়া ডি ভিলিয়ার্স মাঠে নামা মানে চার-ছক্কার তাণ্ডব। রানের ফুলঝুরি। ফোর্বসের তথ্য মতে, বছরে এবি ডি ভিলিয়ার্সের আয় ৬.৪ মিলিয়ন ডলার। যার ০.৮ মিলিয়ন ডলার আয় হতো দক্ষিণ আফ্রিকা ক্রিকেট থেকে।

৩. ক্রিস গেইল। যাকে ক্রিকেটের ফেরিওয়ালা বলা হয়। বিশ্বের যেথায় ক্রিকেট, সেথায় অবস্থান ক্যারিবিয়ান রাজপুত্রের। তবে তার বিরুদ্ধে অভিযোগ, বিশ্বের বড় লিগগুলো অংশ নিতে জাতীয় দলের খেলা থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি। টি-টোয়েন্টি তার এতটাই ভালোবাসা যে, স্বল্প ফরম্যাটে একমাত্র ১০ হাজার রান পার করা প্লেয়ার গেইল।
টি-টোয়েন্টি ক্রিকেটের ফেরিওয়ালা।

জানা যায়, ক্রিকেটের এই ফেরিওয়ালার বাৎসরিক আয় সাড়ে সাত মিলিয়ন ডলার। আর আইপিএল খেলে গড়ে দুই কোটি রুপির বেশি আয় হয় তার। বাদ বাকি আয় আসে, বিজ্ঞাপন-বিভিন্ন ব্রান্ডের স্পন্সর বাবদ।

২. ইতোমধ্যে খেলাপ্রেমীদের অনেকেরই দেখা হয়ে গেছে ধোনির বায়োপিক মুভিটি। যাতে ফুটে উঠেছে তার শৈশব, কৌশর ও বেড়ে ওঠার প্রাণবন্ত জীবনী। নিম্ম মধ্যবিত্ত পরিববারে জন্ম নেয়া ধোনিকে ছোটবেলা থেকেই সাপোর্ট দিতে হয়েছে পরিবারকে। অথচ বর্তমান বিশ্বক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী প্লেয়ার তিনি।

ফোর্বসের তথ্য মতে, ভারতের সাবেক অধিনায়ক ধোনির বাৎসরিক আয়ের পরিমাণ ২১.৭ মিলিয়ন ডলার। শুধু মাত্র আইপিএল থেকেই ১৫ কোটি রুপি আয় করেন তিনি। এছাড়া বিশ্বের যেসব ক্রিকেটার ৩০ মিলিয়ন ডলার আয় করেন তাদের মধ্যে ধোনির অবস্থান ২২তম।

১. নিঃসন্দেহে বর্তমান বিশ্বের সবচেয়ে পছন্দের খেলোয়াড় বিরাট কোহলি। সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা অফলাইনে অন্য সব ক্রিকেটারের চেয়ে এগিয়ে তিনি। বর্তমানে টুইটারে তাকে ফলো করে প্রায় ২৫ মিলিয়ন মানুষ। যা সত্যিই অবাক করার মতো।

ফোর্বসের তথ্য মতে, ক্রিকেট বিশ্বের সর্বোচ্চ আয়কারী ক্রিকেটারের তালিকায় ভারতের এই অধিনায়ক। যার বাৎসরিক ইনকাম ২৪ মিলিয়ন ডলার। শুধু মাত্র আইপিএল খেলেই প্রতি বছর ১৮.৫ কেটি রুপি আয় করেন কোহলি। বাদ বাকিগুলো জাতীয় দলের বেতন কিংবা বিজ্ঞাপন ও স্পন্সর স্বত্ত্ব থেকে। বিশ্বের সর্বোচ্চ আয়কারী অ্যাথলেটদের তালিকায় তার অবস্থান ৮৩তম।ক্রিক ট্যা.