নেইমারের সাথে অন্যায় হচ্ছে, রেফারিরাও ব্যর্থ: রোনালদো

নেইমার নাকি ‘অভিনয়’ করেন, সংবাদমাধ্যমের এমন অভিযোগ বিশ্বকাপের শুরু থেকেই। মেক্সিকোর বিপক্ষে ম্যাচের পর তো মেক্সিকো কোচ হুয়ান কার্লোস ওসোরিও তো বলেই দিলেন, নেইমারের অভিনয় খেলাটাকেই নষ্ট করছে।

তবে সাবেক বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান রোনালদো বলছেন ভিন্ন কথা। তার মতে, নেইমারকে অতিরিক্ত ফাউল করা হচ্ছে, আর তাকে প্রতিপক্ষের আঘাত থেকে ‘রক্ষা’ করতেও ব্যর্থ হচ্ছেন রেফারি। এমনটিই জানা যায় প্যাভিলিয়নের এক প্রতিবেদন থেকে।

অভিনয়ের সব অভিযোগ অস্বীকার করে নেইমার বলেছিলেন, তাকে খাটো দেখানোর জন্যই এসব বলা হচ্ছে। রোনালদোও নেইমারের সাথে একমত, ‘ফুটবলকে অনেকভাবে দেখা যায়, অনেকভাবেই বিশ্লেষণ করা যায়। নেইমারের বিরুদ্ধে যেসব অভিযোগ উঠছে, সবই মিথ্যা। নিজেকে কীভাবে আঘাত থেকে দূরে রাখা যায় সেটা সে ভালোমতোই জানে। তাকে তো প্রতি ম্যাচেই বারবার আঘাত করা হচ্ছে। আর রেফারিরাও এটাকে ঠেকাতে পারছেন না কিছুতেই। তাদের আরও শক্ত পদক্ষেপ নেওয়া উচিত।’

নেইমারের সাথে ‘অন্যায়’ হচ্ছে বলেই মনে করেন রোনালদো, ‘যখন বারবার আমাকে ফাউল করা হবে, তখন তো সেটা অন্যায়ই লাগবে। তার ওপর অভিযোগটাও আসছে তার দিকেই! টিভি আর পত্রিকাগুলো তো সেই পালে আরও হাওয়া দিচ্ছে।’

আগামীকাল কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের মুখোমুখি হবে নেইমারের ব্রাজিল।