এবার প্রবাসীদের জন্য যে বিশেষ সর্তক বার্তা দিলো মালয়েশিয়া ইমেগ্রেশন প্রধান!

১৯৮০-এর দশক থেকে মালয়েশিয়ায় বিদেশী শ্রমিক নিয়োগ শুরু হয়। যখন মালয়েশিয়া একটি উচ্চাভিলাষী শিল্পায়ন বিষয়সূচি চালু করেছিল এবং সেই সময় থেকে মালয়েশিয়ায় বিদেশী শ্রমিকের সংখ্যা বাড়তে থাকে। বর্তমানে মালয়েশিয়ায় বৈধ অবৈধ মিলিয়ে ৬ মিলিয়ন বিদেশী শ্রমিক রয়েছে।

অনেক শ্রমিক আছে যারা বৈধভাবে মালয়েশিয়ায় প্রবেশ করেছে, কিন্তু তারা যে পেশায় কাজ করতে এসেছে সেই পেশায় কর্মরত না থেকে অন্য পেশায় কাজ করছে। অন্য পেশায় কাজ করে মালয়েশিয়ার কাজের নিয়ম লঙ্ঘন করছে প্রবাসী শ্রমিকেরা।

অন্য পেশায় মালয়েশিয়া এসে প্রবাসীরা ক্ষুদ্র ব্যবসা, ঘাস কাটার, নাপিত, ট্যাক্সি ড্রাইভার এবং ইলেক্টিশিয়ান হিসাবে অবৈধভাবে কাজ করছে।

ওই সকল বিদেশী শ্রমিক কম টাকার বিনিময়ে অন্য পেশায় কাজ করে স্থানীয় শ্রমিকদের সাথে প্রতিযোগিতা করছে। কম মূল্যে বিদেশী শ্রমিকদের থেকে ওই সকল কাজের সুবিধা পাওয়া যায় জন্যে মালয়েশিয়ান নাগরিকেরা সে সকল কাজ ছাড়তে বাধ্য হচ্ছে। মালয়েশিয়া সরকারের অবশ্যই উচিত ওই সকল বিদেশী শ্রমিকদের খুঁজে বের করে শাস্তির ব্যবস্থা করা যারা, এক পেশায় মালয়েশিয়া এসে অন্য পেশায় কাজ করছে।

নিয়োগকর্তারা যারা অবৈধ শ্রমিক নিয়োগ দিচ্ছে তাদের অবশ্যই খেয়াল রাখতে হবে তাদের শ্রমিক যেন অন্য পেশায় নিয়োজিত না হয়। এবং যারা মালয়েশিয়ান নিয়ম নীতি ভঙ্গ করে অন্য পেশায় কাজ করবে তাদের কঠিন শাস্তির ব্যবস্থা করতে হবে।

এভাবে বিদেশী শ্রমিকেরা অন্য পেশায় কাজ না করলে মালয়েশিয়ান নাগরিকেরা তাদের কাজের ন্যায্য অধিকার পাবে।