সৌদি আরবে নিহত জসিমের বাড়িতে শোকের মাতম

ভাগ্য পরিবর্তনের জন্য সৌদি অরবে পাড়ি জমান প্রবাসী ভাইরা ।কিন্তু যদি দেশে ফিরতে হয় মৃত লাশ হয়ে সেটা পরিবারের জন্য কত কষ্টের।তেমনি সৌদির জেদ্দায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ১১ বাংলাদেশি নিহত হয়েছে গতকাল তাদের মধ্যে মৌলভীবাজারে মো. জসিম উদ্দিন ছিলেন।
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার প্রবাসী মো. জসিম উদ্দিন সৌদি আরবে সড়ক দুর্ঘটায় নিহত হয়েছেন। নিহত জসিম উপজেলার পশ্চিম কুমড়াকাপন এলাকার হাজী জামাল উদ্দিনের ছেলে।

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে ১১ দিন চিকিৎসাধীন থাকার পর গত মঙ্গলবার দিবাগত রাত ৪টায় তার মৃত্যু হয়। মৃত্যু সংবাদ দেশে আসার পর জসিমের পরিবারে চলছে শোকের মাতম।

পুরবারের লোকজন জানায়, ১৭ বছর ধরে সৌদি আরবে বসবাস করছেন জসিম। গত ২৩ জুন সৌদি আরবের জেদ্দায় এক সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হন তিনি। আহতবস্থায় তাকে সৌদি আরবের একটি হাসপাতালে ভর্তি করা হয়। ১১ দিন চিকিৎসাধীন অবস্থায় গত মঙ্গলবার ভোরে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

গতকাল বুধবার মৃত্যুর খবর কমলগঞ্জের পশ্চিম কুমড়াকাপনস্থ তার গ্রামের বাড়িতে এসে পৌঁছালে জসিমের বৃদ্ধ মা ও শিশু পুত্র, স্ত্রী, ভাইসহ স্বজনরা মানসিকভাবে ভেঙে পড়েন মেনে নিতে পারছেন না জসিমের অকাল মৃত্যু ।তার পরিবারের দাবি,আমাদের পক্ষে জসিমের লাশ আনার খরচ অনেকটা অসাধ্য ব্যাপার । সরকারি অর্থায়নে জসিমের মরদেহ যেন দেশে আনার ব্যবস্থা করা হয় তার সাহায্য কামনা করছি।সরকার আমদের সাহায্য করবে।