অতীতের ভুলভ্রান্তি চিহ্নিত করে নির্বাচন কমিশন (ইসি) রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি করপোরেশনে গ্রহণযোগ্য নির্বাচন করতে চায় বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।তিনি বলেন, ‘খুলনা ও গাজীপুরে কিছু অনিয়ম হয়েছে। যে কারণে কিছু কেন্দ্র বন্ধ করা হয়েছে।অতীতের ভুলভ্রান্তি চিহ্নিত করে আমরা তিন সিটি করপোরেশনে অবাধ, নিরপেক্ষ ও সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন করতে চাই।
’মঙ্গলবার (৩ জুলাই) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে মাহবুব তালুকদার সাংবাদিকদের এসব কথা বলেন।গণমাধ্যমে গাজীপুরের নির্বাচনের অনিয়ম নিয়ে প্রকাশিত প্রতিবেদনের সত্যতা নিরূপণ করা হচ্ছে বলেও মন্তব্য করেন এই কমিশনারতিনি বলেন, ‘গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন কেমন হয়েছিল তা পর্যালোচনা করে প্রতিবেদন দেওয়ার জন্য প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) আমাকে দায়িত্বদিয়েছেন।
এটা নিয়ে আমি কাজ করছি।’তিনি আরও বলেন, ‘২০ ভাগের কম ভোট কেন পড়লো, ৮০ ভাগের বেশি কেন পড়লো। এই বিষয়গুলোকে একটি আলোচনার বৃত্তের মধ্যে আনতে চাই।ওখানে যেসব অনিয়মের কথা মিডিয়াতে বেরিয়েছে, এর সত্যতা নিরূপন করতে চাই।’ মিডিয়াতে অসত্য তথ্য ছিল কিনা এমন প্রশ্নের জবাবে মাহবুব তালুকদার বলেন, ‘অনেক ক্ষেত্রে চিহ্নিত করতে চেষ্টা করা হয়েছে, কিছু মিডিয়ায় যেসব তথ্য এসেছিল, তাতে কিছু ভুল তথ্য ছিল।
অনেকে হয়ত বলেছেন, ভুল তথ্য ছিল। আমি তৃণমূলে গিয়ে যাচাই করে কী ঘটেছিল দেখতে চাই।’তিনি আরও বলেন, ‘খুলনা ও গাজীপুরের নির্বাচনে নিশ্চয় কিছু ভুলভ্রান্তি হয়েছে। কিছু কেন্দ্র বন্ধ করা হয়েছে। ভুলভ্রান্তির জন্যই কেন্দ্র বন্ধ করা হয়েছে। আমরা বলছি না, শতভাগ সুষ্ঠু নির্বাচন হয়েছে।নিশ্চয় কিছু অনিয়ম হয়েছে।’ এক প্রশ্নের জবাবে মাহবুব তালুকদার বলেন, ‘খুলনা ও গাজীপুরের নির্বাচনে কী ভুল ছিল, তা এই মুহূর্তে বলা যাবে না।
গাজীপুরে ইসি এবং সংশ্লিষ্টদের দায়দায়িত্ব চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে।’ তিনি আরও বলেন, ‘পুলিশ ইসির সহায়ক শক্তি। ইসির নিজস্ব জনবল নেই, ফলে পুলিশের ওপর ইসিকে নির্ভরশীল হতেই হয়।’অতীতের ভুলভ্রান্তিগুলো চিহ্নিত করে ইসি ভবিষ্যতের পথ চলতে চায় উল্লেখ করে মাহবুব তালুকদার বলেন, ‘খুলনা ও গাজীপুরের বিভিন্ন ভুলভ্রান্তি চিহ্নিত করা হচ্ছে।
amardesh247.com