ট্রাক-বাসের মধ্যে ভয়াবহ সংঘর্ষে নিহত ৯

ট্রাক-বাসের মধ্যে- ট্রাক ও বাসের মধ্যে ভয়াবহ সংঘর্ষে কেনিয়ার রাজধানী নাইরোবির দক্ষিণ-পূর্বে একটি মহাসড়কে নয়জন নিহত ও কমপক্ষে ২০ জন আহত হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ একথা জানিয়েছে।

দুর্ঘটনার সময় একটি বাস এবং ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আগুন ধরে যায়। কেনিয়ার স্থানীয় পত্রিকাগুলোতে প্রকাশিত দুর্ঘটনার ছবি থেকে দেখা যায় আগুনে পুড়ে যাওয়া একটি ট্রাকের ভেঙে যাওয়া টুকরাগুলো।

প্রতিবেদনে জানা যায়, বুধবার (৪ জুন) কেনিয়ার মাকেউমি কাউন্টির সুলতান হামুদ নামক এলাকার নাইরোবি-মোম্বাসা হাইওয়েতে দুর্ঘটনাটি ঘটে থাকে।

মাকেউমি কাউন্টির কমিশনার মোহাম্মেদ মালিম বার্তা সংস্থা সিনহুয়াকে স্থানীয় সময় রাত ৩টার দিকে ঘটনাটি ঘটে থাকে বলে নিশ্চিত করেন। তিনি আরও জানান, আহতদের দ্রুত পার্শ্ববর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।