আগামী ৫ বছরে সৌদি আরবে ৬’শ সিনেমা হল তৈরি করতে যাচ্ছে দুবাই ভিত্তিক বিনোদন প্রতিষ্ঠান ভক্স সিনেমা। এতে ১ লাখ ১৭ হাজার মানুষ প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে কাজ করার সুযোগ পাবে।
১৬ বিলিয়ন সৌদি রিয়ালের এ বিনিয়োগে সিনেমাহলের সঙ্গে শপিং মল, ফ্যাশন হাউজ, বিনোদন ও দোকান পাট অন্তর্ভুক্ত রয়েছে। রিয়াদে যে সিনেমা হলটি নির্মাণ শুরু করেছে ফক্স তা চালু হচ্ছে আগামী বছর। এধরনের মাল্টিপ্লেক্স সৌদি আরবে সবচেয়ে বড় আকারের। কিং খালেদ এয়ারপোর্ট রোডে এ প্রকল্পের জন্যে জমি দেয়া হচ্ছে সাড়ে চার লাখ বর্গমিটার।
চলতি বছরের ১৮ এপ্রিল সৌদি আরবে প্রথম সিনেমা হলের যাত্রা শুরু হয়। লিউডের ব্লকবাস্টার সিনেমা ‘ব্ল্যাক প্যানথার’ সিনেমা দিয়েই ৩৫ বছর পর সিনামা হলের যাত্র শুরু হয় দেশটিতে।ছবি দেখতে সিনেমা হলে হাজির হয়েছিলেন অসংখ্য সৌদি নারী-পুরুষ।
রক্ষণশীল দেশ সৌদি আরবে দীর্ঘ ৩৫ বছর সিনেমা প্রদর্শনে নিষেধাজ্ঞা ছিল। দেশটিতে সাম্প্রতিক যে সংস্কার চলছে এরই অংশ হিসেবে সিনেমা হলে এই চলচ্চিত্র প্রদর্শন করা হলো। এর আগে কনসার্ট ও কমেডি শোতে অংশগ্রহণ, মেয়েদের গাড়ি চালাতে দেয়াসহ নতুন করে সিনেমা হলগুলোতে চলচ্চিত্র দেখার অনুমতি দিয়েছে সরকার। তবে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো যেন সৌদি আরবের নৈতিক মূল্যবোধের বাইরে না যায় সেদিকেও খেয়াল রাখা হবে।