টেস্ট সিরিজের প্রথম ম্যাচেই ৪৩ রানে অলআউটের লজ্জা!

ইনিংস শুরু হতে না হতেই শেষ! এক ইনিংসে সর্বনিম্ন স্কোর গড়ার রেকর্ড! ১৮ রানেই ৫ উইকেট হারিয়ে বসা সাকিবরা টেনেটুনে করলেন ৪৩ রান!

অ্যান্টিগায় শুরু হওয়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচেই এমন লজ্জা! কেমার রোচ একাই নিয়েছেন ৫ উইকেট। রোচ নামটা আগেও এমন বিভীষিকা ছড়িয়েছে বাংলাদেশের ব্যাটসম্যানদের মনে। তামিম ইকবাল (৫), মুমিনুল হক (১), মুশফিকুর রহিম (০), সাকিব আল হাসান (০), মাহমুদউল্লাহ (০)—কেউই ক্যারিবীয় ফাস্ট বোলারের সামনে দাঁড়াতে পারেননি। সবচেয়ে ভয়াবহ ছিল রোচের করা ৯ম ওভার।

দ্বিতীয় বলে মুশফিককে ফিরিয়ে চতুর্থ ওভারে আউট করলেন সাকিবকে। পঞ্চম বলে তুলে নিলেন মাহমুদউল্লাহকে। বাংলাদেশ দলের দুই তারকা ব্যাটসম্যানকে গোল্ডেন ডাকে ফেরানো রোচকে হ্যাটট্রিক-বঞ্চিত করেছেন নুরুল হাসান।

২০০৭ সালের জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বো টেস্টে অলআউট হয়েছিল ৬২ রানে, যেটি ইনিংসে বাংলাদেশের সর্বনিম্ন রান। সেই রেকর্ড টপকে এবার বাংলাদেশ ক্রিকেট দল গড়লো লজ্জার নতুন ইতিহাস!