কার হাতে উঠছে বিশ্বকাপের গোল্ডেন বুট? তালিকায় যে ৫ জন

রাশিয়া ফুটবল বিশ্বকাপ দেখতে দেখতে শেষের দিকে চলে এসেছে এ আসর ।এরি মধ্যে ১ম রাউন্ড ও দ্বিতীয় রাউন্ডের খেলা শেষ । বিদায় নিয়েছে তরকাভরা দলগুলো ,এর মধ্যে অন্যতম জার্মানি, স্পেন, আর্জেন্টিনা ও পর্তুগাল মতো মিরোপা প্রত্যাশী দল।
তবে এ বিশ্বকাপে আনফেবারিটরাই সবচেয়ে বগ চমক দেখাচ্ছে সবচেয়ে বড় চমক স্পেনকে হারিয়ে শেষ আটে স্বাগতিক রাশিয়া।শেষ অাটে এখনো টিকে আছে ব্রাজিল, ফ্রান্স, বেলজিয়াম, সুইডেন, উরুগুয়ে, ইংল্যান্ড, রাশিয়া ও ক্রোয়েশিয়া।
এদিকে ৬ জুলাই থেকে শুরু হবে কোয়ার্টার ফাইনাল। এর পর পর্যাক্রমে ১৫ জুলাইয়ের ম্যাচ দিয়ে শেষ হবে ২২তম আসর। তবে তার আগে জেনে নেয়া যাক এবারের আসরে কার হাতে উঠতে পারে বিশ্বকাপের গোল্ডেন বুট। তালিকায় কারা রয়েছেন।

হ্যারি কেন: নিঃসন্দেহে বলা যায় ইংলিশ প্লেয়ার হ্যারি কেন হতে পারেন ২২তম বিশ্বকাপের সেরা গোলদাতা। বিশ্বকাপে এখন পর্যন্ত চারটি ম্যাচ খেলে ৬ গোল করেছেন তিনি। যা তাকে সেরাদের সেরা বানাতে সাহায্য করছে।

হয়তো কেনের হাতেই উঠবে বুট।
২৬টি আন্তর্জাতিক ম্যাচে ১৮ গোল করা হ্যারি কেন শুধু দেশের জার্সিতে নয় বরং ক্লাব ফুটবলেও সফল। টটেনহাম হটস্প্রায়ারের হয়ে খেলা এই তারকা ২০১৫-২০১৬ এবং ২০১৬-২০১৭ সিজনে ইংলিশ প্রিমিয়ার লিগের গোল্ডেন বুট পেয়েছেন।

লুকাকু: এ তালিকায় দ্বিতীয় নামটি হচ্ছে বেলজিমায় তারকা রোমেলু লুকাকু। রাশিয়া বিশ্বকাপে নিজেকে ভালোভাবেই প্রমাণ করছেন তিনি। এখন পর্যন্ত চার ম্যাচ খেলে চারটি গোল করেছেন। ম্যানচেস্টার ইউনাইটেডের এই স্ট্রাইকার দেশ ও ক্লাবের প্রথম পছন্দ। মজার ব্যাপার হলো, বিশ্বকাপ কোয়ালিফায়ারে দেশের জার্সিতে সর্বোচ্চ ১১ গোল করেছেন লুকাকু। অন্যদিকে জাতীয় দলের জার্সিতে মোট ৭২ ম্যাচ খেলে করেছে ৪০ গোল।

রোনালদো: রাশিয়া বিশ্বকাপে সেরা গোলদাতার তালিকায় তিনে পর্তুগাল সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। বিশ্বকাপের ফ্রি কোয়ার্টার ম্যাচে দলের বিপর্যয়ে কপাল পুড়েছে সিআরসেভেনের। তা না এবারের আসরে গোল্ডেন বুট উঠতে পারতো তার হাতে। কারণ শুরু থেকে যেভাবে খেলেছিলেন তাতে দল যদি ফাইনালে উঠতো উপকৃত হতেন রিয়াল তারকা।

দলের ব্যর্থতায় কপাল পুড়ছে রোনালদোর।
৩৩ বছর বয়সী ক্রিস্টিয়ানো রোনালদো এবারের আসরে মোটে চারটি গোলের দেখা পেয়েছেন। অন্যদিকে জাতীয় দলের জার্সিতে ১৫৪ ম্যাচে ৮৫টি গোল করেছেন।

এদিকে পাঁচবারের ব্যালেন ডি’অর জয়ী ক্রিস্টিয়ানো রিয়াল মাদ্রিদের হট কেক। তাকে ছাড়া ভাবতেই পারে না বিশ্বসেরা ক্লাবটি। যদিও গুঞ্জন উঠেছে শিগগিরই জুভেন্টাসে যোগ দিবেন তিনি। কারণ চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল জয়ের পর রোনালদো ঘোষণা দিয়েছিলেন, তিনি থাকবেন কি থাকবেন না তা দ্রুতই পরিস্কার করবেন। তাই তার রিয়াল ছাড়ার বিষয়টি আরো জোরালো হল।

ডেনিস চেরিশেভ ও আরটেম ডিজেয়েবা: ছোট দলের বড় তেলেসমাতি। এক বুক সাহস নিয়েই বিশ্বকাপ মঞ্চে পা দেয় রাশিয়া। খুব বেশি শক্তিশালী দল না হলেও টিম কম্বিনেশনের কারণে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে দলটি। ফ্রি কোয়ার্টার ফাইনালে শক্তিশালী স্পেনকে ট্রাইবেকারে হারিয়ে বড় অঘটনের জন্ম দেয় স্বাগতিকরা।

চেরিশেভ। চমকের আরেক নাম।
যদিও সেটা গোলকিপারের কারণেই সম্ভব হয়েছে। তবে দেশের জার্সিতে ভালোই চমক দেখাচ্ছেন তাদেরই তারকা স্ট্রাইকার ডেনিস চেরিশেভ। চলতি বিশ্বকাপে চার ম্যাচে তিন গোল করেছেন তিনি। মজার ব্যাপার হলো, এখন পর্যন্ত জাতীয় দলের জার্সিতে ১৫ ম্যাচ খেলে যে তিনটি গোল করেছেন তা বিশ্বকাপের মূল আসরেই।

ডেনিস চেরিশেভার মতো রাশিয়ার আরেক স্ট্রাইকার আরটেম ডিজেয়েবা নিজেকে বেশ ভালোভাবেই প্রমাণ করছেন। ডিজেয়েবা অনেক পরিশ্রমী হলেও কিছু অসঙ্গতির কারণে তার সেই কষ্ট বেশির ভাগই বৃথা যায়। তারপরও ক্লাব ক্যারিয়ারে বেশ উজ্জ্বল তিনি। সর্বশেষ ক্লাব আর্সেনাল তুলাতে সাত ম্যাচে ৫ গোল করেছেন তিনি। যার কারণে রাশিয়া বিশ্বকাপে নির্বাচকের পছন্দের তালিকায় ছিলেন ডিজেয়েবা।

প্রগর গুনছে ফুটবল প্রেমিরা কি হবে এবারের কোয়ার্টার ফাইনালের ফলাফল।চ্যাম্পিয়ন হবে কি নতুন কোন দল।আগমী ১৫ জুলাই ফাইনাল ম্যাচের মধ্যে দিয়ে পর্দা নামবে এ আসরের।তবে কে হবে সেরা খেলোয়ার গোল্ডেন বুটের অধিকারী।