এক নজরে দেখে নিন, কোয়ার্টার ফাইনালের কে কার প্রতিপক্ষ ও সময়-সূচি

রাশিয়া বিশ্বযজ্ঞের পর্দা উঠেছে ১৪ জুন, নামবে ১৫ জুলাই। ৩২ দল থেকে ১৬ হয়ে মঙ্গলবার ঠিক হল কোয়ার্টারের ৮ দল। হট-ফেভারিট ব্রাজিল, ফ্রান্স, বেলজিয়ামের সঙ্গে কোয়ার্টারে আসা দলে নাম আছে স্বাগতিক রাশিয়ারও।

গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানির বিদায় ছিল প্রথমপর্বের বড় অঘটন। পরে খাদের কিনারা থেকে উঠে আসা গত আসরের রানার্সআপ আর্জেন্টিনা ছিটকে গেছে নকআউটের প্রথম ম্যাচেই। পর্তুগাল ও স্পেনও বাড়ির পথ ধরেছে।

রাশিয়ার ১২টি স্টেডিয়ামে হচ্ছে বিশ্বকাপের ম্যাচ। আটটি ভিন্ন গ্রুপে ভাগ হয়ে লড়তে শুরু করে দলগুলো। প্রতিটি গ্রুপের সেরা দুদল আসে দ্বিতীয় পর্বে। যাকে বলা হয় নকআউট রাউন্ড। এবার কোয়ার্টার ফাইনালের লড়াই। পরে সেমিফাইনাল ও ফাইনাল হয়ে চ্যাম্পিয়ন পাবে ফুটবলবিশ্ব। মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে হবে শিরোপা নির্ধারণী ম্যাচ।

কোয়ার্টারের ৮ দল: উরুগুয়ে, ফ্রান্স, ক্রোয়েশিয়া, ব্রাজিল, সুইডেন, বেলজিয়াম, ইংল্যান্ড

কোয়ার্টারের সময়, সূচি:
ম্যাচ-৫৭: ৬ জুলাই: ফ্রান্স-উরুগুয়ে (নভগোরোদ, রাত ৮টা)
ম্যাচ-৫৮: ৬ জুলাই: ব্রাজিল-বেলজিয়াম (কাজান, রাত ১২টা)

ম্যাচ-৫৯: ৭ জুলাই: সুইডেন-ইংল্যান্ড (সামারা, রাত ৮টা)
ম্যাচ-৬০: ৭ জুলাই: রাশিয়া-ক্রোয়েশিয়া (সোচি, রাত ১২টা)

সেমিফাইনাল:
ম্যাচ-৬১: ১০ জুলাই: জয়ী৫৭-জয়ী৫৮ (পিটারসবার্গ, রাত ১২টা)
ম্যাচ-৬২: ১১ জুলাই: জয়ী৫৯-জয়ী৬০ (লুঝনিকি, রাত ১২টা)

তৃতীয় স্থান নির্ধারণী:
ম্যাচ-৬৩: ১৪ জুলাই: পরাজিত৬১-পরাজিত৬২ (পিটারসবার্গ, রাত ৮টা)

ফাইনাল:
ম্যাচ-৬৪: ১৫ জুলাই: জয়ী৬১-জয়ী৬২ (লুঝনিকি, রাত ৯টা)

**সময়-সূচি বাংলাদেশ সময় অনুযায়ী।