জার্মানির কোচের দায়িত্বে থাকছেন জোয়াকিম লো

রাশিয়া বিশ্বকাপ থেকে গতবারের চ্যাম্পিয়ন জার্মানি গ্রুপ পর্বেই বিদায় নিয়েছে। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে তাদের ২-০ গোলের হারটা রাশিয়া বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটন বলা চলে।

এরপর জোয়াকিম লো’কে জার্মানির কোচের পদ ছাড়তে হবে বলে মনে করেন অনেকে। তবে লো’র ১২ বছরের অধ্যায়ের শেষ হচ্ছে না। চুক্তি অনুযায়ী, ২০২২ বিশ্বকাপ পর্যন্ত জার্মানির কোচের পদে থাকবেন তিনি। সমকাল সূত্রে এই তথ্য জানা যায়।

জোয়াকিম লো ২০১৪ সালে বিশ্বকাপ জিতেছেন। ২০১৭ সালে জিতেছেন কনফেডারেশন কাপ। এছাড়া জার্মানিকে ইউরো জিতিয়েছেন তিনি। জার্মান ফুটবল ফেডারেশন তার কোচের দায়িত্বে থাকার ব্যাপারে জানিয়েছে, ‘লো জার্মানির কোচের পদে থাকছেন এবং তিনি দলটাকে আবার নতুন করে গড়ে তুলবেন।’

বিশ্বকাপের পর সেপ্টেম্বরে ন্যাশনার লিগ ভিত্তিতে ফুটবল টুর্নামেন্ট হওয়ার কথা আছে। লো সেভাবেই তার দল সাজাবেন। এছাড়া তার সামনে ২০২২ বিশ্বকাপ ছাড়াও থাকছে ২০২০ সালের ইউরো। যা জার্মানিতে অনুষ্ঠিত হবে। সেই শিরোপা ঘরে তোলার দায়িত্বও থাকবে জোয়াকিম লো’র ওপর।

তার দায়িত্বে থাকার ব্যাপারে দেশটির ফুটবল ফেডারেশন জানায়, ‘লোর সঙ্গে আমাদের খুব খোলামেলা কথা হয়েছে। আমরা তার ব্যাপারে সৎ এবং আন্তরিক। আমরা সবাই লো’র প্রতি আশ্বস্থ। তিনি দলের ভুল ক্রটি বিশ্লেষণ করে দলকে আবার সফল হতে সঠিক পদক্ষেপ নেবেন।’

লো কোচের পদে থাকার ব্যাপারে এবং জার্মান ফুটবল ফেডারেশনের সঙ্গে তার আলাপের ব্যাপারে বলেন, ‘এটা খুব গুরুত্বপূর্ণ যে বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর ফেডারেশনের খুব কাছাকাছি ছিলাম আমি। এখনও আমার হতাশা অনেক। তবে আমি দলকে আবার নতুন করে গড়ে তুলতে প্রতিশ্রুতি বদ্ধ। তার জন্য সময় লাগবে। তবে আন্তর্জাতিক ম্যাচের যে সূচি (ন্যাশনাল লিগ) সেপ্টেম্বরে আছে সেখান থেকে আমাদের যাত্রাটা শুরু হবে।’