টানা ১১তম জয়ের লক্ষ্যে পাকিস্তানের সম্ভাব্য একাদশ

স্বাগতিক জিম্বাবুয়েকে প্রথম ম্যাচে ৭৪ রানের বড় ব্যবধানে হারিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে যাত্রা শুরু হয় সফরকারী পাকিস্তানের। সেদিন ফখর-তালাতদের ১৮২ রানের জবাবে ১৩ বল বাকি থাকতেই ১০৮ রানে অলআউট হয়ে যায় জিম্বাবুয়ে। যাতে স্বাগতিকদের বিপক্ষে টানা ১০ ম্যাচ জেতার গৌরব অর্জন করে পাকিস্তান।

কিন্তু এরপরের ম্যাচেই ছন্দপতন পাকিস্তানের। স্বাগতিকদের লজ্জা দেয়ার পরের ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে লজ্জা পেয়ে বসে সরফরাজ বাহিনী। ম্যাচটিতে প্রথমে ব্যাটিং করে মাত্র ১১৭ রান সংগ্রহ করে পাকিস্তান। জবাবে খেলতে নেমে অ্যারণ ফিঞ্চের টর্নেডো ব্যাটিংয়ে মাত্র ১ উইকেট ও ১০.৫ ওভার খরচ করেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। অর্থাৎ সিরিজে এক জয় ও এক পরাজয় হয়েছে পাক বাহিনীর।

দলের ৫০/৫০ সফলতা নিয়ে বুধবার (৪ জুলাই) ফের জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান। হারারাতে বাংলাদেশ সময় দুপুর দুইটায় শুরু হবে ম্যাচটি। যা সরাসরি সম্প্রচার করবে পাকিস্তানি টিভি চ্যানেল পিটিভি স্পোর্টস। এছাড়া সরাসরি দেখাবে সনি সিক্স ও সিক্স এইচডি।

নিজেদের এগিয়ে নিয়ে যেতে আজকের ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ সফরকারীদের। তাই যে কোন মূল্যে জয় পেতে একাদশে পরির্বতন আনতে পারে পাক টিম ম্যানেজম্যান্ট। সিরিজে টানা দুই ম্যাচে খারাপ খেলা মোহাম্মদ হাফিজকে আজ হয়তোবা একাদশের বাইরে রাখা হতে পারে। অন্যদিকে একাদশে ফিরতে পারেন মোহাম্মদ আমির। সে ক্ষেত্রে বাদ পড়তে পারেন উসমান খান। এছাড়া বাদ বাকি সবই ঠিক থাকবে।

এক নজরে দেখা নেয়া যাক কেমন হতে পারে পাকিস্তানের সম্ভাব্য একাদশ:

পাকিস্তানের সম্ভাব্য একাদশ: ফখর জামান, মোহাম্মদ হাফিজ, হোসাইন তালাত, শোয়েব মালিক, সরফরাজ আহমেদ (উইকেটরক্ষক), আসিফ আলি, ফাহিম আশরাফ, সাদাব খান, মোহাম্মদ নওয়াজ, হাসান আলী ও মোহাম্মদ আমির।

ওপেনিং: ফখর জামান ও মোহাম্মদ হাফিজ।

ওয়ানডাউন: হোসাইন তালাত

মিডল অর্ডার: সরফরাজ আহমেদ, শোয়েব মালিক, আসিফ আলী ও ফাহিম আশরাফ।

লোয়ার অর্ডার: সাদাব খান,নাওয়াজ, হাসান আলী ও আমির।

প্রসঙ্গত, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ১০ বার মুখোমুখি হয়েছে পাকিস্তান-জিম্বাবুয়ে। যার সবগুলো ম্যাচই জিতেছে পাকিস্তান। অন্যদিকে জিম্ববায়ের পকেট পুরোদমে ফাঁকা। তবে আজ কি নিজেদের ঘাটে তরী ভিড়াতে পারবে জিম্বাবুয়ে? নাকি ১১তম জয় তুলে নিবে পাকিস্তান?