রাবিও নামের একটি অক্টোপাস রাশিয়া বিশ্বকাপে জাপানের সব ম্যাচের ফলাফলের নিখুঁত ভবিষ্যদ্বাণী করেছিল। বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড থেকে জাপান বিদায় নেওয়ার পর সেই অক্টোপাসটিকে মেরে ফেলা হয়।
আর এই অক্টোপাসটি দিয়ে তৈরি করা হয়েছে সাশিমি নামে জাপানের ঐতিহ্যবাহী খাদ্য। অক্টোপাসটি ধরেছিলেন কিমিও আবে নামক এক জেলে। তিনি মনে করেন অক্টোপাসটি আরও বেশি দামে বিক্রি করা যেত।
অক্টোপাস রাবিও কলম্বিয়ার বিপক্ষে জাপানের জয় এবং সেনেগালের সঙ্গে ড্রয়ের সঠিক ভবিষ্যদ্বাণী করেছিল।