কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামকে প্রতিপক্ষ পেয়ে একি বললেন থিয়াগো সিলভা!

চলছে রাশিয়া ফুটবল বিশ্বকাপ। চ্যাম্পিয়নদের মত খেলে এরি মধ্যে শেষ আটে জায়গা করে নিয়েছে ব্রাজিল ।কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামকে প্রতিপক্ষ পেয়েছে ব্রাজিল।

এবারের বিশ্বকাপে বেলজিয়াম যে খুব ভালো রণকৌশল সাজিয়ে মাঠে নামছে তা বলার অপেক্ষা রাখে না। কারণ গ্রুপ পর্বে সবকটি ও প্রি-কোর্য়াটার ফাইনালে জাপানকে ৩-২ গোলে হারিয়ে ধীরে ধীরে বেশ আত্মবিশ্বাসী দল হয়ে উঠছে বেলজিয়াম।

এদিকে বেলজিয়ামের বিপক্ষে ম্যাচটায় ব্রাজিলকে জয়ী হতে হলে নিজেদের সেরাটা দিয়েই খেলতে হবে।তবে দলের ডিফেন্ডার থিয়াগো সিলভা মনে করিয়ে দিলেন, বিশ্বকাপে তাদের দল ব্রাজিল সবসময়ের ফেবারিট।

সিলভা মনে করছেন, যোগ্য দল হিসেবেই কোয়ার্টার ফাইনালে এসেছে বেলজিয়াম। ব্রাজিলের জন্য লড়াইটা অনেক বেশি কঠিন হবে, মানতে আপত্তি নেই ৩৩ বছর বয়সী সেন্টার ব্যাকের।

নিজেদের সেরাটা দেয়ার প্রত্যয়ে সিলভা কোয়ার্টার ফাইনালের ম্যাচ নিয়ে বলেন,‘বেলজিয়াম শারীরিকভাবে এবং কৌশলগত দিক থেকে খুব শক্তিশালী। আমার মনে হয়, সব প্রতিযোগিতায়ই ব্রাজিল ফেবারিট থাকে।

তবে এটাই যথেষ্ট নয়। আমাদের কঠোর পরিশ্রম করতে হবে। শিরোপা জিততে হলে প্রতি ম্যাচেই সেরাটা দিতে হবে। শুক্রবারের ম্যাচটা আরও বেশি কঠিন হবে।’ ৭ জুলাই কোয়ার্টার ফাইনালে মুখোমুখ হবে এ দুদল।