সৌদি প্রবাসীর স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা

সারাদেশে প্রতিনিয়ত খুনের ঘটনা ঘটছে ।খুনের ঘটনাগুলো দেখা যায় সাধারণ ঘটনাকে কেন্দ্র করে হয়ে থাকে।এমন একটি হত্যার ঘটনা ঘটেছে কুমিল্লায়।জানা গেছে
কুমিল্লায় সেতারা বেগম নামে এক সৌদি প্রবাসীর স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। সোমবার জেলার বুড়িচং উপজেলার বাকশিমুল দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ঘাতক পলাতক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাকশিমুল ইউনিয়নের বলরামপুর গ্রামের মৃত ওয়াছ আলীর ছেলে কাঠমিস্ত্রি জাকির হোসেন (৩৫) একই ইউনিয়নের পার্শ্ববর্তী বাকশিমূল দক্ষিণপাড়া এলাকার সৌদি প্রবাসী আবুল বাশারের ঘরে আসবাবপত্র ফার্নিচারের কাজ করছিল।

সোমবার সকাল ৯টার দিকে ঘাতক জাকির হোসেন প্রবাসীর স্ত্রী সেতারার ঘরে প্রবেশ করে তাকে ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়। আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে কুমিল্লা মেডিক‍্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর বিকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ওই নারী। ঘটনার পর অভিযুক্ত কাঠমিস্ত্রি জাকির হোসেন পলাতক রয়েছে।

এ খুনের ঘটনার ব্যপারে, বুড়িচং থানার ওসি মনোজ কুমার দে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি, একটি মোবাইল সেটসহ অন্যান্য আলামত উদ্ধার করে। লাশের ময়নাতদন্ত করা হয়েছে। কী কারণে হত্যার ঘটনা ঘটেছে- তার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে বলে জানান এই কর্মকর্তা।কি কারণে এ হত্যাকাণ্ড হয়েছে প্রাথমিকভাবে তা জানা যায়নি।ওই নারী হত্যার অভিযুক্ত কাঠমিস্ত্রি জাকির হোসেনকে গ্রেফতারের চেষ্টা চলছে জলে জানান।