নগদ ১ মিলিয়ন রিঙ্গিত দিয়ে জামিন পেয়েছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব তুন-রাজ্জাক ১ মিলিয়ন রিঙ্গিত নগদ দেয়া সাপেক্ষে জামিনে মুক্তি পেছেন। তবে বিদেশে যাওয়ার উপরে আদালতের নিষেধাজ্ঞা। রাষ্ট্রীয় অর্থ আত্মসাৎ মামলায় মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাককে গতকাল মঙ্গলবার গ্রেফতার করে দুর্নীতি দমন কমিশন।

আজ বুধবার সকাল ৮ টা ২০ মিনিটে কুয়ালালামপুর জালানধুতা হাইকোর্টে কড়া পুলিশী পাহারায় তাকে উপস্থিত করা হয়। মালয়েশিয়া সময় দুপুরে ১১ বিচারক সুফিয়ান আব্দুর রাজ্জাকের বেঞ্চে মামলার কার্যক্রম শুরু করে আদালত।

দীর্ঘ ২ ঘণ্টা শুনানির পরে আদালত নাজিবতুন রাজাককে ১ মিলিয়ন রিঙ্গিত নগদ দেয়া সাপেক্ষে আগামী ৮ অাগস্ট পর্যন্ত জামিনে মুক্তি দেয়ার আদেশ দেন। তবে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করে পাসপোর্ট জব্দ করে আদালত।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, নাজিবের ছেলে-মেয়ে এবং দলীয় মেম্বাররা ক্যাশ টাকা দিয়ে নাজিবকে জামিনে মুক্ত করে নেন। রাষ্ট্রপক্ষের এটর্নি জেনারেল মোহাম্মদ আপনাদে আলী মামলা পরিচালনা করেন। নাজিবতুন রাজাকের পক্ষে ১১ জন আইনজীবী কাজ কাজ করেন।

গতকাল সোমবার ৮১ জন ব্যক্তি ও ৫৫টি প্রতিষ্ঠানসহ ৪০৮টি ব্যাংক একাউন্ট জব্দ করা হয়। চলতি বছরের মে মাসে দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ তার দুর্নীতির মামলা পুনর্তদন্তের নির্দেশ দেন। রাষ্ট্রীয় বিনিয়োগ তহবিল থেকে নাজিবের বিরুদ্ধে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।

তার বিরুদ্ধে যে অভিযোগ অানা হয়েছে তা হচ্ছে ওয়ানএমডিবি মামলায় ৪২ লাখ মিলিয়ন রিঙ্গিত অর্থ আত্মসাৎ। তা ছাড়া কিছুদিন আগে তার বাসা থেকে গোয়েন্দা ও পুলিশ বিভাগ ওয়ান পয়েন্ট থ্রি বিলিয়ন রিঙ্গিত অর্থসহ বিভিন্ন স্বর্ণালঙ্কার উদ্ধার করে।