মালয়েশিয়া থেকে ভারত চলে যাচ্ছেন জাকির নায়েক?

বুধবার একটি ফ্লাইটে ‘বিতর্কিত ধর্মপ্রচারক’ জাকির নায়েক ভারতে যাবেন বলে শোনা যাচ্ছে। নিজের বক্তব্যের মাধ্যমে ২০১৬ সালে ঢাকার হলি আর্টিজান রেস্তোরাঁয় আক্রমণকারীদের উস্কানি দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

কুয়ালালামপুরে মালয়েশিয়ার পুলিশ কর্মকর্তা মোহাম্মেদ রাবি আবু বাকার এনডিটিভিকে জানান: সে আজ রাতে দেশের বাইরে আছে। আমার বিশ্বাস সে ভারতের একটি ফ্লাইট ধরবে।

হলি আর্টিজানে হামলার পর তার বিরুদ্ধে উস্কানির অভিযোগ উঠলে ২০১৬ সালে ভারত ছেড়ে যান জাকির নায়েক এবং তখন থেকেই পুত্রজায়ায় বসবাস করছিলেন। সেখানে স্থায়ী বাসস্থানও পেয়েছেন তিনি।

পুত্রজায়ায় কেন তাকে ‘স্বাগত’ জানানো হয়েছিল? জানতে চাইলে সেই পুলিশ কর্মকর্তা বলেন, আপনি সর্বশেষ সরকারকে সেটা জিজ্ঞাসা করতে পারেন।

জাকির নায়েকের বিরুদ্ধে প্রথমে অভিযোগ, পিস টিভিতে উস্কানিমূলক ধর্মীয় বক্তৃতা দিয়ে ভারত, বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের মুসলিম তরুণদের আইএসের প্রতি অনুপ্রাণিত করা। পরে তার বিরুদ্ধে কালো টাকা সাদা করাসহ আরও নানা অভিযোগ আনে এনঅাইএ’র মতো সরকারি সংস্থা।