দিনে দুপুরে খুন হলেন মেয়র

দিনে দুপুরে খুন হলেন- সোমবার অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে ফিলিপাইনের তানাওয়ান শহরের মেয়র নিহত হন। এর ২৪ ঘণ্টা পার হতে না হতেই প্রকাশ্যে খুন হলেন দেশটির আরেক শহরের মেয়র। এই দুই ঘটনার মাঝে সংযোগ আছে কিনা এখনো জানা যায়নি।

৩ জুলাই, মঙ্গলবার বিকেলে আততায়ীর গুলিতে নিহত হন ফিলিপাইনের জেনারেল তিনিও শহরের মেয়র ফার্দিনান্দ বোট। খবর সিএনএন।

জেনারেল তিনিও শহরের নিকটবর্তী কাবানাতুয়ান শহরে নিহত হন এই মেয়র। একটি বাদামী মোটরসাইকেলে করে এসে তাকে গুলি করে পালিয়ে যায় আততায়ীরা। পরে তাকে এমভি গ্যালেগো হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

দেশটির প্রেসিডেন্টের মুখপাত্র হ্যারি রোক জানান, মেয়র বোটের মৃত্যুর ব্যাপারে তদন্ত করা হচ্ছে এবং এ ঘটনার রহস্য উন্মোচনে সর্বাত্মক চেষ্টা চালানো হবে।

এ ঘটনার মাত্র ২৪ ঘণ্টা আগেই এক পতাকা উত্তোলন অনুষ্ঠানে ফিলিপাইনের তানাওয়ান শহরের মেয়র আন্তোনিও হালিলিকে বুকে গুলি করে হত্যা করা হয়।

উল্লেখ্য, ফিলিপাইনের প্রেসিডেন্ট রড্রিগো দুতার্তের এক বিতর্কিত সমর্থক ছিলেন হালিলি। ২০১৭ সালের অক্টোবরে স্থানীয় পুলিশের ওপর তার ক্ষমতা সরিয়ে নেওয়া হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশে। পুলিশ জানায়, ওই মেয়র মাদক কারবারিদের প্রকাশ্যে প্যারেড করানোর জন্য পরিচিত। অবশ্য তার বিরুদ্ধেও মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো দুর্তাতে দায়িত্ব নেওয়ার পর থেকে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। তার নির্দেশে পরিচালিত অভিযানে অনেক মাদক কারবারি মৃত্যুবরণ করেছেন। পরিচালিত অভিযানে এখন পর্যন্ত চার হাজারের বেশি মাদক কারবারি মারা পড়েছেন।

জাতিসংঘের বিভিন্ন সংস্থা, বহু মানবাধিকার সংগঠন ও পশ্চিমা বিশ্বের অনেক দেশ ফিলিপাইনে পরিচালিত মাদকবিরোধী অভিযানের প্রতিবাদ জানিয়ে আসছে।