ফোর্সবার্গের গোলে লিড নিল সুইডেন

২৪ বছর পর আবার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলার হাতছানি। এমন সুযোগ কাজে লাগাতে গোলের খেলা ফুটবলে গোল চাই। কিন্তু সেন্ট পিটার্সবার্গে মঙ্গলবার সুইডেন কিংবা সুইজারল্যান্ড কোনো দলই গোল পেল না। বিরতির পর আক্রমণের তেজ বাড়ল। সুইজারল্যান্ডের সামনে ৬৪ বছর পর বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলার সুযোগ।

কিন্তু শেষ ষোল’র এই ম্যাচের ৬৬ মিনিটে দুর্দান্ত এক গোল করে সুইডেনকে ১-০ গোলের লিড এনে দিলেন নাম্বার টেন ইমিল ফোর্সবার্গ। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হয়েছে খেলাটি। এই ম্যাচের বিজয়ী কোয়ার্টার ফাইনালে খেলবে এই রাতেই ইংল্যান্ড-কলম্বিয়ার ম্যাচের বিজয়ীর সাথে।

বিরতি থেকে ফিরে শাকিরি-জাকারা জেগে উঠলেন। সুইসরা টানা কিছু আক্রমণ করেও ফিনিশিং দিতে পারল না। আক্রমণে সুইডেনও কাঁপিয়ে দিয়ে আসছিল প্রতিপক্ষকে। কিন্তু ৬৬ মিনিটে ১-০ তে এগিয়ে যাওয়ার যে গোলটি হলো সেটি আসলে দারুণ এক পরিকল্পিত ও গোছানো আক্রমণের ফল।

শেষে কাজে দিয়েছে ফোর্সবার্গের মাথা। বাঁ পাশ থেকে আক্রমণ সুইডিশদের। বড় ডি এর ঠিক উপরটায় বল পেয়ে মুহূর্তে বল নিয়ে সামান্য সরে জায়গা বের করেই প্রবল গতির শট নিলেন তারকা ইমিল ফোর্সবাগ। সুইস গোলকিপার ইয়ান সমারের দর্শক হয়ে দেখা ছাড়া আর কিছু করার ছিল না। গ্যালারিতে তখন হলুদের বাগান নেচে উঠেছে।