আসলেই কি সত্য হচ্ছে এই উটের ভবিষ্যদ্বাণী?

রাশিয়া বিশ্বকাপে নকআউট পর্বে ব্রাজিল-মেক্সিকোর ম্যাচ নিয়ে উটের করা ভবিষ্যদ্বাণীই অবশেষে সত্যি প্রমাণিত হয়েছে। রাশিয়া বিশ্বকাপে ম্যাচ শুরু আগেই ফুটবলপ্রেমীদের ‘টেনশন’ কমাতে এগিয়ে এসেছেন শাহীন নামের একটি জ্যোতিষী উট। আসলেই কি সত্য হচ্ছে এই উটের ভবিষ্যদ্বাণী?

সোমবার (২ জুলাই) সামারায় ব্রাজিল-মেক্সিকোর ম্যাচ শুরুর আগেই উট শাহীন ভবিষ্যদ্বাণী করেছিলেন এই খেলায় ব্রাজিল জিতবে। অবশেষে জ্যোতিষী উটের কথাই সত্যি হলো। মেক্সিকোকে ২-০ গোলে পরাজিত করে চলতি বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠে গেল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

এর আগে, মঙ্গলবার (২৬ জুন) আর্জেন্টিনা-নাইজেরিয়া এবং ক্রোয়েশিয়া-আইসল্যান্ড ম্যাচটি দুটি নিয়ে ভবিষ্যদ্বাণী করে শাহীন নামের উটটি। তার করা দুটি ভবিষ্যদ্বাণীই সত্য প্রমাণিত হয়।

তবে গ্রুপ পর্বের মঙ্গলবার (২৭ জুন) রাতে ব্রাজিল-সার্বিয়া ম্যাচটি নিয়েও জ্যোতিষী উট ভবিষ্যদ্বাণী করেছিলেন সেটি অবশ্য মিলেনি। ওইদিন উটটি বলেছিল, ব্রাজিল ও সার্বিয়া ম্যাচটি ড্র হবে। কিন্তু ম্যাচটিতে জয়ী হয় ব্রাজিল।

এছাড়াও শেষ ষোলোর পাঁচ ম্যাচ নিয়ে করা শাহীনের ভবিষ্যদ্বাণীর ৪টি মিলে গেছে। প্রঙ্গত, ভবিষ্যদ্বাণী করা এই উটের খোঁজ পায় ‘গালফ নিউজ’। তারা নিয়মিত ভিডিও আকারে প্রকাশ করেছে এই উটের ভবিষ্যদ্বাণী। এবারের বিশ্বকাপ এ পর্যন্ত ৩০টি ম্যাচের ভবিষ্যদ্বাণী করেছে এই উটটি, যার মধ্যে ২০টিই সত্য প্রমাণিত হয়েছে।

সর্বশেষ সোমবার (২ জুলাই) ব্রাজিল-মেক্সিকোর ম্যাচ নিয়ে উটের করা ভবিষ্যদ্বাণী সত্য হয়। ফলে একের পর এক ভবিষ্যদ্বাণী সত্য হওয়ায় বেশ গুরুত্ব বেড়েছে শাহীন নামক এই জ্যোতিষী উটের।