পরিসংখ্যানে সুইডেন-সুইজারল্যান্ড

রাশিয়া বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে উঠার লড়াইয়ে আজ মাঠে নামবে ইউরোপের দুই দেশ সুইজারল্যান্ড এবং সুইডেন। সেন্ট পিটার্সবার্গ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। পরিসংখ্যানে সুইডেন-সুইজারল্যান্ড।

র‌্যাঙ্কিংয়ে সুইসরা এগিয়ে থাকলেও দুইদলের পরিসংখ্যান-বিগত ইতিহাস সব মিলিয়ে দুই দলই প্রায় সমানে সমান। যার কারণে আজ দুই দলের মধ্যেকার খুব দারুণ একটি লড়াই দেখা যেতে পারে।

তবে তার আগে এক নজরে জেনে নেওয়া যাক দুই দলের পরিসংখ্যান কী বলে-

১.বর্তমানে ফিফা র‌্যাঙ্কিংয়ের ২৪ নম্বর দল সুইডেন এবং ছয় নম্বর দল হলো সুইজারল্যান্ড।

২.এই নিয়ে মোট বারোটি বিশ্বকাপে অংশগ্রহণ করেছে সুইডেন। আর মোট ১১টি আসরে অংশগ্রহণ করেছে সুইসরা।

৩.বিশ্বকাপে সুইডিশদের সর্বোচ্চ সাফল্য ফাইনালে উঠা। ১৯৫৮ সালের বিশ্বকাপে ফাইনালে উঠেছে ইউরোপের দেশটি। তবে ফাইনালে ব্রাজিলের কাছে হেরে সোনালী শিরোপা ছোঁয়ার স্বপ্ন ভঙ্গ হয় তাদের। অপরদিকে সুইজারল্যান্ডের সর্বোচ্চ সাফল্য কোয়ার্টার ফাইনাল।

৪.২০০৬ সালের পর প্রথমবার গ্রুপ সেরা হয়ে সুপার সিক্সটিনে উঠে সুইসরা। অপরদিকে ১৯৯০ সালের পর নিজেদের প্রতিটি উপস্থিতিতেই নৈক-আউটে খেলেছে সুইডেন।

৫.এখন পর্যন্ত ২৭ বার মুখোমুখি হয়েছে ইউরোপের এ দুই দল। দুই দলের ২৭ দেখায় দুই দলই জিতেছে ১০টি করে। আর বাকি সাতটি ম্যাচ ড্র হয়েছে।

৬. বিশ্বকাপের পাঁচবার মুখোমুখি হয়েছে সুইডেন-সুজারল্যান্ড। যার মধ্যে তিনটিতে জিতেছে সুইডিশরা আর দুটিতে সুইসরা।

৭. আজকের ম্যাচে নিষেধাজ্ঞার জন্য দুই ডিফেন্ডার স্টেফান লিশ্টস্টাইনার ও ফাবিয়ান শারকে পাচ্ছে না সুইজারল্যান্ড। অপরদিকে চোটে পড়া মিডফিল্ডার সেবাস্তিয়ান লারসনকে মিস করবে সুইডেন।