জার্মানিকে ছাড়িয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড ব্রাজিলের

বিশ্বকাপ মানেই যেনো হলুদের জয়জয়কার। শিরোপা জয়ের বিচারে সবার উপরে ব্রাজিল। ঘাড়ে নিঃশ্বাস ফেলছিলো জার্মানি। তবে এ যাত্রায় আর সেটা হচ্ছে না। গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।

একটা জায়গায় এগিয়ে ছিলো জার্মানরা। তাহলো- বিশ্বকাপে মোট গোলের সংখ্যায়। তবে সেই রেকর্ডটাও এবার নিজেদের করে নিলো ব্রাজিল। মেক্সিকোকে ২-০ গোলে হারানোর ম্যাচে জার্মানিকেও ছাড়িয়ে গেছে হলুদ জার্সিধারীরা।

মেক্সিকো ম্যাচ শুরুর আগে যৌথভাবে বিশ্বকাপে সবচেয়ে বেশি গোল করা দেশের তালিকায় ছিল ব্রাজিল ও জার্মানি, ২২৬টি করে। ৫১ মিনিটে নেইমারের করা গোলে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানদের টপকে যায় পাঁচবারের শিরোপাধারীরা। শেষ মুহূর্তে ফিরমিনোর গোল ব্যবধান আরও বাড়ায় তারা। এককভাবে বিশ্বকাপে সবচেয়ে বেশি গোল করা দল এখন ব্রাজিল। ১০৮ ম্যাচে তাদের গোল ২২৮টি।

এখানেই থামতে হচ্ছে না সেলেকাওদের। সামনের ম্যাচগুলোতে নেইমার, কৌতিনহোদের সামনে আরও গোলের সুযোগ তো থাকছেই, সেই সঙ্গে থাকছে শিরোপার ব্যবধানটা বাড়ানোরও।