সৌদি ফেরত পাঠালো সাড়ে তিন লাখ অবৈধ প্রবাসীকে

সৌদি আরবে অবৈধভাবে বসবাস এবং শ্রম-আইন ভঙ্গের অভিযোগে তিন লাখ ৩৭ হাজার প্রবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সৌদি গেজেট-এ প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।

অভিযান পরিচালনাকারী কর্তৃপক্ষের বরাত দিয়ে সৌদি গেজেট জানায়, অবৈধ অভিবাসীমুক্ত দেশ গঠনের লক্ষ্যে ২০১৭ সালের ১৫ নবেম্বর শুরু হওয়া অভিযানে অভিবাসন-আইন ও শ্রম-আইন লঙ্ঘনের দায়ে এ পর্যন্ত মোট ১৩ লাখ ১৯ হাজার ৫৯১ জনকে গ্রেফতার করা হয়েছে।

যার ধারাবাহিকতায় ইতিমধ্যে তিন লাখ ৩৭ হাজার ৭০৩ জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। এছাড়া ১২ হাজার ৩৩৭ জনকে (পুরুষ-৯,৪০৭ জন ও নারী- ২,৯৩০ জন) বিচারপ্রক্রিয়া সম্পন্ন করার জন্য বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটকে রাখা হয়েছে।

অভিযান পরিচালনাকারী কর্তৃপক্ষের সূত্র অনুযায়ী, ৯ লাখ ৮৪ হাজার ২০০ জন অভিবাসন-আইন, ২ লাখ ২৮ হাজার ৯৮৮ জন শ্রম-আইন ও এক লাখ ৬ হাজার ৪০৩ জন সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা লঙ্ঘন করেছেন।

এর মধ্যে সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় সীমান্ত দিয়ে চোরের মতো প্রবেশকালে ২০ হাজার ৯৫ জনকে আটক করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অনুপ্রবেশকারীদের মধ্যে ৫৩ শতাংশ ইয়েমেনের, ৪৪ শতাংশ ইথিওপিয়ার এবং ৩ শতাংশ অন্য দেশের নাগরিক বলে জানা গেছে।

কর্তৃপক্ষ জানায়, অবৈধ উপায়ে সৌদি আরব ত্যাগের সময়ও ৮৫১ জনকে আটক করা হয়েছে।

এছাড়া অবৈধ অভিবাসীদের আশ্রয় ও পরিবহন সুবিধা দেওয়ার অভিযোগে ৪৩১ জন সৌদি নাগরিকসহ মোট দুই হাজার ২০৯ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে ৪০২ জন সৌদি নাগরিক তদন্ত ও শাস্তি শেষে মুক্তি পেয়েছেন। ২৯ জনের বিরুদ্ধে এখনো তদন্ত চলমান।

জানা গেছে, ইতিমধ্যে এক লাখ ৮৪ হাজার ১১০ জন আইন ভঙ্গকারীকে সংশ্লিষ্ট দেশের দূতাবাস ও কনস্যুলেটের মাধ্যমে ট্রাভেল ডকুমেন্ট সংগ্রহের জন্য পাঠানো হয়েছে এবং ২ লাখ ৩২ হাজার ৪৩৫ জনকে ফ্লাইট বুকিং সম্পন্ন করার জন্য বলা হয়েছে।

উল্লেখ্য, অবৈধ অভিবাসীমুক্ত দেশ গড়ার লক্ষ্যে পরিচালিত এই অভিযানে দেশটির শ্রম ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়সহ ১৯টি মন্ত্রণালয়, সরকারি দফতর এবং পাসপোর্ট বিভাগ একযোগে কাজ করছে।