পবিত্র কাবা শরীফের ইমাম আব্দুল রহমান আল সৌদকে উদ্দেশ্য করে প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন এক ব্যক্তি। সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়ে গেছে সেই ভিডিও। ওই ভিডিওতে দেখা যায়, ইয়েমেনে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধ এবং কাতারের বিরুদ্ধে অবরোধ আরোপের ব্যাপারে সৌদি আরবের অবস্থান নিয়ে নানা ধরনের প্রশ্ন করছেন ওই ব্যক্তি।
মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, সুইজারল্যান্ডের জেনেভায় একটি মসজিদে মুসল্লিদের উদ্দেশে বক্তব্য দেওয়ার সময় প্রশ্নের মুখোমুখি হন কাবা শরীফের ইমাম। ইমামকে উদ্দেশ্য করে এক ব্যক্তি বলেন, ইয়েমেন ও কাতারের ভাইদের ক্ষুধার্ত অবস্থায় রেখে এবং একঘরে করে কীভাবে আমাদের কাছে শান্তির বাণী শোনাতে পারেন আপনি!
তবে শ্রোতাদের প্রশ্নের উত্তর না দিয়ে অন্য প্রসঙ্গে যাওয়ার চেষ্টা করেন কাবা শরীফের ইমাম। অবশ্য কাবা শরীফের এই ইমাম আগেও এ ধরনের বিতর্কের মুখে পড়েছেন। ২০১৭ সালের সেপ্টেম্বরে নিউইয়র্ক সফরে গিয়ে আব্দুল রহমান আল-সৌদ ‘বিশ্বে শান্তি ছড়াচ্ছে সৌদি আরব এবং যুক্তরাষ্ট্র’ বলে মন্তব্য করে বিতর্কের মুখে পড়েছিলেন।