থাইল্যান্ডে টানা নয়দিন আটকে থাকার পর এক ফুটবল দলের ১২ তরুণ খেলোয়াড় ও তাদের কোচের সন্ধান পাওয়া গেছে। তারা সবাই জীবিত ও নিরাপদ আছেন। গত ২৩ জুন চিয়াং রাই প্রদেশের একটি গুহায় প্রবেশের পর নিখোঁজ হয় তারা। খবর বিবিসি’র।
খবরে বলা হয়, সোমবার নিখোঁজ ফুটবল দল ও তাদের কোচের সন্ধান পাওয়া যায়। তবে সন্ধান পাওয়া গেলেও তাৎক্ষনিকভাবেই তাদের উদ্ধার করা সম্ভব হচ্ছে না।
বিশেষজ্ঞদের বরাত দিয়ে দ্য গার্ডিয়ান জানিয়েছে, তাদের উদ্ধার করতে এক মাস সময়ও লেগে যেতে পারে। কেননা প্রতিনিয়ত পানি ও কাদার ক্রমবর্ধমান বৃদ্ধি উদ্ধারকারী দলের জন্য গুহায় প্রবেশ অসম্ভব করে তুলেছে।
নিখোঁজদের পরিবারগুলো আনন্দ-উল্লাস প্রকাশ করেছে।
সর্ব প্রথম তাদের সন্ধান পায় দুই ব্রিটিশ উদ্ধারকারী। বিবিসি জানায়, সম্ভবত তাদের নাম রিক স্ট্যানটন ও জন ভোলান্থেন।
থাই ন্যাভি সিল স্পেশাল ফোর্সের ফেসবুক পেজে পোস্ট করা ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি গুহার ভেতরে আটকে পরা তরুণদের সঙ্গে কথা বলছেন।
ওই উদ্ধারকারী প্রশ্ন করেন, তোমরা কতজন? উত্তর আসে, ১৩। উদ্ধারকারীকে তখন বলতে শোনা যায়, ১৩? অসাধারণ।
ভেতরে আটকা পরা দল ব্রিটিশ উদ্ধারকারীদের কাছে জানতে চায়, তাদেরকে কখন উদ্ধার করা হবে। একজন তখন উত্তরে বলেন, আজকে নয়। এখানে এখন আমরা দু’জনই আছি। আমাদের ডুব দিতে হবে। আমরা আসছি। ঠিক আছে? অনেক মানুষ আসছে। আমরাই প্রথম।