যুবকের সঙ্গে বিবাহ – বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগে এক গৃহবধূর মাথার চুল কামিয়ে, জুতার মালা পরিয়ে গোটা গ্রাম ঘোরানো হয়েছে।
ভারতের মু্র্শিদাবাদের ভগবানগোলার মহিষাস্থলি এলাকায় চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে।
জানা গেছে, বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পরা ওই গৃহবধূ ভগবানগোলার মহিষাস্থলি গ্রাম পঞ্চায়েতের কাটামারি গ্রামের বাসিন্দা। তিনি পাশের গ্রাম কানাপুকুরের বিবাহিত এক যুবকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন।
এদিকে, অভিযুক্ত বিবাহিত যুবক ফকরুল শেখের যেমন স্ত্রী-সন্তান রয়েছে। তেমনি ওই গৃহবধূরও সন্তান আছে।
কিন্তু, সংসার-সন্তান সব কিছু থাকার পরেও তারা দু’জনে একাধিকবার পালিয়ে যান বলে অভিযোগ পাওয়া গেছে। এরপর আবার ফিরেও আসেন তারা।
এই চাঞ্চল্যকর ঘটনা ঘটানোয় গত শনিবার সকালে বিচার উদ্দেশে ওই গ্রামে সালিশি সভা অুনষ্ঠিত হয়। গ্রাম্য সালিশি সভায়ই ওই গৃহবধূর বিচার করা হয়। বিচারের শাস্তি অনুযায়ী ওই গৃহবধূর মাথার চুল কামিয়ে দেন গ্রামের নারীরা। এখানেই শেষ নয়, এরপর তাকে জুতার মালা পরিয়ে পুরো গ্রাম ঘোরানো হয়।
এর আগে, একই রকম দুটি ঘটনা ঘটেছিল বাঁকুড়ার মেজিয়া ও পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণা এলাকায় বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগে ‘যুগল’কে ল্যাম্পপোস্টে বেঁধে বেধড়ক মারধর করেছিল গ্রামবাসীরা।