গোল! এই মাত্র গোল করে ব্রাজিলকে এগিয়ে রাখলে নেইমার!

শেষ ষোলোর নকআউট পর্বের ৫ম ম্যাচে রাশিয়ার সামারা স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় মুখোমুখি হয়েছে ব্রাজিল-মেক্সিকো। কোয়াটার ফাইনালে যাওয়ার লড়াইয়ে মরণ-প্রাণ ম্যাচে যে হারবে তাকেই বিদায় নিতে হবে বিশ্বকাপের আসর থেকে। আর যার জয় হবে সে খেলবে পরের রাউন্ডে।

খেলা শুরুর পর থেকে দুই দল আক্রমনাত্বক খেললেও গোল শূন্য রেখেই সমাপ্তি হয়েছিল প্রথমার্ধের। যদিও এই ম্যাচে তিনটি সুযোগ পেয়েও হাতছাড়া করেছেন নেইমার। এছাড়াও ২০১৮ বিশ্বকাপে সর্বোচ্চ ১৪টি সুযোগ পেয়েছেন তিনি।

তবে খেলার ঠিক ৫১ মিনিটের মাথায় দুর্দান্ত গোল করে দল ব্রাজিলকে ০-১ গোলে এগিয়ে নিয়ে যান নেইমার।

মেক্সিকোর একাদশ: গুইয়েরমো ওচোয়া, হুগো আয়ালা , কার্লোস সালসেদো, রাফায়েল মার্কেস, কার্লোস ভেলা, হ্যাভিয়ের হার্নান্দেজ, হেক্তর হেরেরা, আন্দ্রেস গুয়ারদাদো, এদসন আলভারেস, হারভিং লোসানো, হেসাস গাইয়ারদো।

ব্রাজিলের একাদশ: আলিসন, থিয়াগো সিলভা, মিরান্দা, কাসেমিরো, ফিলিপে লুইস, গাব্রিয়েল জেসুস, নেইমার, ফিলিপে কুতিনহো, পাওলিনহো, উইলিয়ান, ফাগনার।