অস্ট্রেলিয়ার কাছে অসহায় পাকিস্তান

রোবিবার (১ জুলাই) থেকে শুরু হয়েছে পাকিস্তান, অস্ট্রেলিয় ও জিম্বাবুয়ের মধ্যকার ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ। সিরিজের প্রথম ম্যাচটিতে জিম্বাবুয়ের সামনে ১৮৩ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে পাকিস্তান। জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তানের বোলিং তাণ্ডবে ১০৮ রানে থেমে যায় স্বাগতিকরা। ফলে ৭৫ রানের বিশাল জয় পায় পাকিস্তান। কিন্তু সিরিজের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার সাথে সোমবার (২ জুলাই) মুখোমুখি হয় সরফরাজ বাহিনী। আর নিজেদের দ্বিতীয় ম্যাচে ঘটে অঘটন। মাঠের পারফরম্যান্সি দেখে মনেই হচ্ছেনা সরফরাজরে যে টি-টোয়েন্টির নাম্বার ওয়ান।

আজ প্রথমে টস জিতে পাকিস্তানকে ব্যাট করার আমন্ত্রণ জানান অজি কাপ্তান। ডাকে সাড়া দিয়ে ব্যাট করতে এসে যেন সরফরাজ বাহিনী পড়ে গেল কোনো ‘মাইন পোতা’ যুদ্ধ ক্ষেত্রে। ব্যাট হাতে ওপেন করতে এসে কোনো রান না করে প্যাভিলিয়নের পথ ধরেন হাফিজ। তার বিদায়ের পর আসেন হোসাইন তালাত। ব্যক্তিগত দশ রানের মাথায় তিনিও ফিরেন। গত ম্যাচে ৪০ বলে ৬১ করা ফখর জামানেআজ দলকে করেন হতাশ ছয় রান করে তিনিও ফিরেন ড্রেসিং রুমে।

দলীয় ফিফটি না হতে পাকিস্তান হারায় পাঁচ উইকেট। পরে কিছুটা দেখে শুনে খেলেন সাদাব খান ও ফাহিম আশ্রাফ। দলীয় ৯২ রানের সময় কাটা পড়েন ফাহিম।

ফলে সাদাব খানকে সঙ্গ দেন মোহাম্মদ নেওয়াজ। তবে বেশিক্ষণ যেতে পারেননি সাদাব ২৫ বলে ২৯ রান করে এ্যান্ড্রুটাইয়ের বলে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেন। ততক্ষণে দলীয় স্কোর দাঁড়ায় ১১৪। পরে সবকটি উএকট হারিয়ে ১৯:৫ বলে ১১৬ রান করে থামে নসরফরাজ বাহিনী।