ফুল হাতা জার্সিতে কেন মাঠে নামেন রোনালদো ?

ক্রিস্টিয়ানো রোনালদো না লিওনেল মেসি! শ্রেষ্ঠত্বের মাপকাঠিতে কে সেরা, সেই সমাধান অমীমাংসিতই রয়ে গেল। শনিবারের নাটকীয় রাতের পরে। বিশ্বকাপের ট্রফি সীমান্তে পৌঁছনোর বহু আগেই যে স্বপ্ন শেষ রোনালদো, মেসি— দু’জনেরই।

তবে পর্তুগিজ, আর্জেন্টাইন মহাতারকা ছিটকে যাওয়ার পরেও হ্যাংওভার কাটছে না ফুটবলপ্রেমীদের। এর মধ্যেই ব্রিটেনের জনপ্রিয় দৈনিক ‘দ্য সান’ এক প্রতিবেদন বের করেছে। সেই প্রতিবেদনে জানানো হয়েছে, রোনালদো ক্লাব হোক বা দেশ হাত ঢাকা জার্সিতে খেলতে নামেন কেন! ম্যাঞ্চেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ এবং পর্তুগাল যে জার্সিতেই খেলতে নামুক না কেন, রোনালদোকে প্রায়ই দেখা গিয়েছে ফুল স্লিভ জার্সিতে মাঠ কাঁপাতে।

অন্ধ বিশ্বাস, ফ্যাশন স্টেটমেন্ট নাকি হাত ঢাকা জার্সিতে স্বচ্ছন্দ কারণ কী! দ্য সান-এর প্রতিবেদনে বলা হয়েছে, এমন কারণ নিজে কোনো দিন খোলসা করেননি রোনালদো। তবে তাদের দাবি, ব্র্যান্ড ‘রোনালদো’-র সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে হাত ঢাকা জার্সি। কারণ হিসেবে এক দশক আগের ঘটনাকে তুলে ধরা হয়েছে।

বলা হয়েছে, রোনালদো যখন সদ্য সর্বোচ্চ স্তরে খেলা শুরু করেছিলেন, তখন চিরাচরিত হাফ স্লিভ জার্সিতেই খেলতেন। তবে তখন ২০০৪ সালে ইউরোর ফাইনালে গ্রিসের কাছে পরাজয় তিক্ত হয়ে ধরা দেয় তরুণ রোনালদোর কাছে। এর দু’বছর পরে ২০০৬-এও বিশ্বকাপে শোচনীয় অভিজ্ঞতা হয়েছিল। সেই বছরেও হাফ স্লিভে দেখা গিয়েছিল তাকে।

এর পরেই নাকি নিজের ব্র্যান্ডকে সাফল্যের শীর্ষে তুলতে রোনালদো ঠিক করে নেন হাত ঢাকা জার্সিতেই খেলবেন। তার পর তো ইতিহাস। মেসির থেকে একসময় ব্যালন ডি’অরের সংখ্যায় পিছিয়ে ছিলেন। তবে টানা সেরার সেরা হয়ে মেসিকে ছুঁয়ে ফেলেছেন। ইউরোতে দেশকে চ্যাম্পিয়ন করেছেন। ক্লাবের জার্সিতে চ্যাম্পিয়ন্স লিগ জেতার হ্যাটট্রিক করেছেন।

এর উত্তুঙ্গ সাফল্যের রসায়ণ কী তাহলে হাত ঢাকা জার্সি? মেসি-রোনালদোর শ্রেষ্ঠত্বের তর্কের মধ্যেও এই রহস্যেরও কোনোদিন সমাধান হবে।