মার্সেলোকে ছাড়া কেমন হবে ব্রাজিলের একাদশ?

সার্বিয়ার বিপক্ষে ম্যাচের দশম মিনিটে ইনজুরি নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিলের সেরা ডিফেন্ডার মার্সেলো। পিঠের ব্যাধার কারণে নকআউট পর্বে মেক্সিকোর বিপক্ষে মার্সেলোকে ছাড়াই মাঠে নামতে পারে ব্রাজিল। অনুশীলনে মার্সেলোকে মোটামুটি ফিট মনে হলেও তাকে ছাড়াই মাঠে নামতে পারে ব্রাজিল।

ব্রাজিল কোচ তিতে জানান.‘ অনুশীলনের শেষে আমরা তার সাথে কথা বলেছিলাম। জিজ্ঞেস করেছিলাম-‘আমি কি তোমার ওপর ভরসা করতে পারি?’ সে বলল, ‘পারেন’।‘

সংবাদ সম্মেলনে ব্রাজিলের ফিটনেস কোচ ফাবিও মাহসেরেদিয়ান জানান,‘ পুরো সময় খেলার মতো ফিট নয় মার্সেলো। আমরা তাকে ৪০-৫০ মিনিট খেলাতে পারি।’ তার মানে ব্রাজিলের প্রথম একাদশে দেখা যাবে না মার্সেলোকে।

সার্বিয়ার বিপক্ষে মার্সেলোর পরিবর্তে নামা ফিলিপে লুইসকে নিয়ে একাদশ সাজাতে পারে তিতে। অর্থাৎ, শুরুর একাদশ অপরিবর্তিত থাকবে। তবে ব্রাজিলের হয়ে আজ হলুদ কার্ড পেলেই সম্ভাব্য কোয়ার্টার ফাইনালের ম্যাচ মিস করবেন নেইমার, কৌতিনহো এবং কাসেমিরো।

ম্যাচটিতে ৪-৩-৩ ফরমেশনে খেলবে ব্রাজিল। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হতে যাওয়া ম্যাচটিতে ব্রাজিলের সম্ভাব্য একাদশ।

গোলকিপার: অ্যালিসন

ডিফেন্ডার: ফাগনার, সিলভা, মিরান্ডা, লুইজ।

মিডফিল্ডার: পাওলিনহো, কৌতিনহো, কাসেমিরো।

ফরোয়ার্ড: উইলিয়ান, জেসুস, নেইমার।