ঈদের ছুটির আগেই কফিন বন্দি হয়ে বাড়ি ফিরল মালয়েশিয়া প্রবাসীর দেহ!

কথাছিল ঈদুল আযহার ছুটিতে বাড়ি আসবেন। সেভাবেই প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু সড়ক দুর্ঘটনায় নিহত হয়ে ছুটির আগেই কফিন বন্দি হয়ে নিথর দেহে স্বজনদের কাছে ফিরছেন মালয়েশিয়া প্রবাসী বেলাল উদ্দিন (২৫)। এ ঘটনায় শোকের মাতম চলছে তার পুরো পরিবারে। বেলাল উদ্দীন কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী মধ্য মেদাকচ্ছপিয়া গ্রামের বদিউর রহমানের তৃতীয় সন্তান। পরিবারে আর্থিক সচ্ছলতা আনতে বিগত ৫ বছর পূর্বে তিনি মালয়েশিয়া প্রবাসী হন।

বেলাল উদ্দীনের মৃত্যুর ঘটনা নিশ্চিত করে তার মেজ ভাই কফিল উদ্দীন বলেন, গত বুধবার (২৭ জুন) তার ভাই বেলাল মালয়েশিয়া শহরের তেরাগুরা এলাকায় কাজ শেষে বাইসাইকেল চালিয়ে বাসায় ফিরছিল। এ সময় পথে পেছন থেকে দ্রুতগামী একটি মোটরসাইকেল তাকে জোরে ধাক্কা দেয়। এ সময় তিনি রাস্তার পাশে ছিটকে পড়ে মাথা, হাত-পায়ে মারাত্মক জখম পান। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

বর্তমানে তার মরদেহ মালয়েশিয়া শহরের তেরাগুরা হাসপাতাল মর্গে রয়েছে। ঘটনার দিন বিকেলে তারই মামাত ভাই মালয়েশিয়া প্রবাসী একই এলাকার ফরিদুল আলম ফোন করে ঘটনাটি তাদের জানায়। আগামী ঈদুল আযহার ছুটিতে তার বাড়ি ফেরার কথা ছিল। কিন্তু এর আগেই কফিন বন্দী হয়ে বাড়ি ফিরছে বেলাল।

তিনি আরও বলেন, ভাই বেলালের মৃত্যুর খবর শোনে পরিবারের সদস্যরা বাকরুদ্ধ হয়ে পড়েছে। বারবার জ্ঞান হারাচ্ছেন বাবা-মা, ভাই-বোন। তার মরদেহ দেশে ফেরত আনতে যাবতীয় কাগজপত্র ইতোমধ্যে মালয়েশিয়া দূতাবাসে পাঠানো হয়েছে। আজকালের মধ্যে দেশে আসার কথা রয়েছে। কফিল উদ্দীন বলেন, তারা ৪ ভাইয়ের মধ্যে বড় ভাই গত কয়েক বছর আগে মৃত্যুবরণ করেন। গত বছর ছোট বোনও মারা যায়। পরিবারের ৩ জন সদস্যের অকাল মৃত্যুতে পরিবারের চলছে শোকের মাতম।

খুটাখালী ইউপি চেয়ারম্যান আবদুর রহমান জানান, ঘটনাটি শুনেছি। এটি বড়ই মর্মান্তিক। পরিবারে স্বচ্ছলতা আনতে গিয়ে এভাবে লাশ হয়ে ফেরা স্বজনদের জন্য পাথর বুকে নেয়ার মতো। বেলালের মৃত্যু শুধু পরিবারে নয় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।