গোসল করাতে নিয়ে ছেলেকে কোপাল মা

গোসল করাতে নিয়ে- প্রতিদিনের মতো নিজের ৬ বছরের ছেলেকে গোসল করাতে নিয়ে যান মা। কিছুক্ষণ পরই শিশুটির চিৎকার শোনা যায়। পরিবারের অন্য সদস্যরা সেখানে গিয়ে দেখতে পান শিশুটির রক্তাক্ত দেহ। ছুরিকাঘাতে নিজের সন্তানকেই খুন করার অভিযোগ উঠেছে ওই নারীর বিরুদ্ধে।

১ জুলাই, রবিবার রাতে ভারতের পাঞ্জাবে ঘটনাটি ঘটেছে। ওই নারীর বিরুদ্ধে অভিযোগ, রাতের বেলা ছেলেকে গোসল করাতে নিয়ে যান তিনি। সেখানে ছেলেকে একের পর এক ছুরিকাঘাত করতে থাকেন ওই নারী। পরে শিশুর চিৎকার শুনে পরিবারের অন্য সদস্যরা গিয়ে শিশুটিকে উদ্ধার করে।

শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে জানায়। ইতোমধ্যে ওই নারীকে গ্রেফতার করেছে পুলিশ।

পাঞ্জাব পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে। কিন্তু কি কারণে ওই নারী এমন কাজ করেছে, তা এখনো স্পষ্ট নয় পুলিশ। ওই নারীরি মানসিক কোনো সমস্যা রয়েছে বলে ধারণা করা হচ্ছে।