ফিলিপাইনে একজন মেয়রকে গুলি করে হত্যা করা হয়েছে। সোমবার সকালে স্নাইপারের গুলিতে তিনি নিহত হয়েছেন। দেশটির পুলিশ সূত্রের বরাতে এ তথ্য জানা গেছে।
পুলিশ জানিয়েছে, টানাউয়ান শহরের মেয়র অ্যান্তোনিও হালিলি গুলিতে নিহত হয়েছেন। গুলির পর ঘটনাস্থলে থাকা ব্যক্তিদের মধ্যে আতঙ্কে ছড়িয়ে পড়ে।
একটি ভিডিওতে দেখা গেছে, পতাকা উত্তোলনের অনুষ্ঠানে সরকারি কর্মকর্তাদের সঙ্গে দাঁড়িয়েছে রয়েছেন হালিলি। সে সময় জাতীয় সঙ্গীত বাজানো হচ্ছিল।
ক্যামেরা অন্যদিকে সরানো হলে একটি গুলির শব্দ পাওয়া যায়। এরপর চিৎকার শোনা যায় এবং এক নারী ইংরেজিতে ‘ও মাই গড’ বলে উঠেন। তবে গুলি করার পর হালিলিকে আর ক্যামেরায় দেখা যায়নি।
ফিলপাইনের রাষ্ট্রীয় গণমাধ্যম ফিলিপিন্স নিউজ এজেন্সি (পিএনএ) জানিয়েছে, মেয়রের নিরাপত্তাকর্মীরা ওই গুলির পর পাল্টা গুলি চালিয়েছে।