ধর্ষককে হত্যা করার জন্য ৫ লাখ টাকা পুরস্কার ঘোষণা

ধর্ষককে হত্যা করার- ভারতের মধ্যপ্রদেশের মন্দসৌরে ৮ বছরের এক শিশুকে অপহরণের পর ধর্ষণের ঘটনায় পুরো রাজ্যে উত্তাপ ছড়িয়ে পড়েছে। সাধারণ মানুষ এ ধর্ষণের প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ করেছে। এমন পরিস্থিতিতে স্থানীয় বিজেপি নেতা সঞ্জীব মিশ্র ঘোষণা দিয়েছেন, শিশুটির ধর্ষকদের যে খুন করতে পারবে, তাকে পাঁচ লাখ টাকা পুরস্কার দেবেন তিনি।

সঞ্জীব মিশ্র বলেন, ‘আদালত যদি অপরাধীকে শাস্তি দিতে না পারে, তাহলে আমি শাস্তি দিব। যিনি ধর্ষকদের হত্যা করতে পারবেন, তাকে পাঁচ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে।’

তবে আইন আদালতের বাইরে গিয়ে বিজেপি নেতার এমন ঘোষণায় সমালোচনাও হচ্ছে।

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন, ঘটনাটিকে তারা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছেন। ধর্ষকদের দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় আনতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।

শিবরাজ সিং বলেন, ‘ধর্ষকদের বেঁচে থাকার অধিকার নেই। তারা পৃথিবীর বোঝা।’

ধর্ষণের শিকার শিশুটির পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণাও দেওয়া হয়েছে। কিন্তু শিশুটির বাবা বলছেন, তিনি ক্ষতিপূরণ চান না। তার মেয়ে বিছানায় কাতরাচ্ছে। তিনি ধর্ষকদের ফাঁসি চান।

উল্লেখ্য, ২৬ জুন মঙ্গলবার স্কুল থেকে ফেরার পথে শিশুটিকে অপহরণ করা হয়। পরদিন বুধবার সকালে শিশুটিকে ক্ষতবিক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। তাকে সংঘবদ্ধ ধর্ষণের আলামত পাওয়া গেছে। শিশুটির গলায় ছুরির ভারি আঘাতের চিহ্নও রয়েছে। উদ্ধারের পর হাসপাতালে ভর্তি করা হলে পাঁচ সদস্যের চিকিৎসক দলের নিবিড় পরিচর্যায় শিশুটি এখন কিছুটা সুস্থ বলে জানা গেছে।

এ ঘটনায় আসিফ ও ইরফান নামের দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।