ফাঁকা বাড়িতে পুত্রবধূকে- স্বামীর অনুপস্থিতিতে ফাঁকা বাড়িতে পুত্রবধূকে একা পেয়ে ধর্ষণচেষ্টা অভিযোগ উঠেছে এক শ্বশুরের বিরুদ্ধে। কলকাতার বসিরহাটের বাদুড়িয়া থানায় এ ঘটনা ঘটেছে।
অভিযুক্ত শ্বশুর সুভাষ কর্মকারকে পুলিশ আটক করেছে।
জানা গেছে, ৩০ জুন শনিবার নিগৃহীত ওই নারীর স্বামী বাড়ির বাইরে ছিলেন। বাড়িতে আর কেউ ছিল না। হঠাৎ করে তার শ্বশুর তার দরজা ভেঙ্গে তাকে ধর্ষণচেষ্টা করেন। ওই নারী বাধা দিতে গেলে তাকে মারধর করেন শ্বশুর। কোনোরকমে পালিয়ে পাশের বাসায় আশ্রয় নেন ওই নারী। পরে প্রতিবেশীরা শ্বশুর সুভাষ কর্মকারকে ধরে পুলিশকে খবর দেয়। পরে বাদুড়িয়া থানার পুলিশ এসে সুভাষকে আটক করে।
নিগৃহীত ওই নারী দাবি করেছেন, বিয়ের পর থেকে শ্বশুর তাকে কুপ্রস্তাব দিয়ে আসছেন। কিন্তু রাজি না হওয়াতে তাকে ধর্ষণের চেষ্টা করেছেন তিনি।