এখনই ভবিষ্যৎ নিয়ে কিছু বলতে চান না রোনালদো

বর্তমান সময়ের অন্যতম সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। রাশিয়া বিশ্বকাপ শুরুর আগে ধরা হচ্ছিলো, এটাই হয়তো পর্তুগিজ যুবরাজের শেষ বিশ্বকাপ। কেননা বয়সের কাঁটাটা যে ছুঁয়েছে ৩৩ এর ঘর। তাই ফুটবল বিশ্বের একাংশের দুশ্চিন্তার কারণ ছিল বিশ্বকাপ শেষে রোনালদোর অবসর নেয়ার আশঙ্কা।

শনিবার উরুগুয়ের কাছে ২-১ গোলে হেরে শেষ হয়ে গিয়েছে রোনালদো তথা পর্তুগালের এবারের বিশ্বকাপ যাত্রা। কোটি ফুটবল ভক্তের আগ্রহের কেন্দ্রে ছিল ম্যাচ শেষে ক্রিশ্চিয়ানো রোনালদো কোন ঘোষণা দিয়ে বসেন কিনা। এমন কিছু জানাননি রোনালদো। বলেছেন ভবিষ্যত নিয়ে কথা বলার উপযুক্ত সময় নয় এটি।

ম্যাচ শেষে সংবাদ মাধ্যমের কাছে রোনালদো বলেন, ‘ভবিষ্যতের ব্যাপারে কথা বলার জন্য এটি উপযুক্ত সময় নয়। তবে এটা নিশ্চিত থাকেন এই দল বিশ্বের সেরা দলগুলোর একটিই থাকবে। দুর্দান্ত কিছু তরুণ খেলোয়াড় রয়েছে দলের, কোচিং স্টাফও অন্যতম সেরা। তাই আমি আত্মবিশ্বাসী, আমি খুশি, কারণ আমি জানি এই দল সর্বদা নিজেদের সেরা চেষ্টা করে থাকে।’

এসময় এতো সুন্দর একটি বিশ্বকাপ আয়োজন করায় আয়োজকদের ধন্যবাদ জানান রোনালদো। তিনি বলেন, ‘আমি বিশ্বকাপের আয়োজকদের ধন্যবাদ দিতে চাই। যেকোন দিক দিয়ে এটি সেরা আয়োজন। এটা মানতেই হবে যে নিরাপত্তা, খেলার পরিবেশ কিংবা অন্যান্য আনুষঙ্গিক দিক, সবকিছুই ছিলো যথাযথ।’