ম্যাচ হারার জন্য আর্জেন্টিনা কোচ হোর্হে সাম্পাওলি সরাসরি যাকে দোষ দিলেন এবার!

শেষ বাঁশি বাজার পর কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলেন। এরপর চুপচাপ বের হয়ে গেলেন মাঠ থেকে। হয়ত শেষবারের মতো বিশ্বকাপের মঞ্চে খেলা হয়ে গেলো লিওনেল মেসির। ফ্রান্সের কাছে ৪-৩ ব্যবধানে হেরে বিদায় নেওয়ার পর আর্জেন্টিনা কোচ হোর্হে সাম্পাওলি বলছেন, তিনি এই বিশ্বকাপে মেসির সেরাটা বের করে আনতে পারেননি।

ভালো করতে হলে মেসির পায়েই বেশি বেশি বল দিতে হবে। প্রথম দুই ম্যাচে ব্যর্থতার পর এমনটাই বলেছিলেন সাম্পাওলি। ফ্রান্সের বিপক্ষে আর্জেন্টিনার দুইটি গোলে মেসির অবদান থাকলেও নিজে তৈরি করতে পারেননি গোলের সুযোগ।

মেসিকে দলের অন্যরা সাহায্য করতে ব্যর্থ হয়েছে বলেই স্বীকার করলেন সাম্পাওলি, ‘আমাদের দলে বিশ্বের সেরা ফুটবলার আছে। কিন্তু আমরা সেটার সদ্ব্যবহার করতে পারিনি কখনোই। আমরা অনেক কৌশলই অবলম্বন করেছি, তাকে ঘিরে খেলার চেষ্টা করেছি, তার জন্য জায়গা করে দেওয়ার চেষ্টাও ছিল। আমরা সবকিছুই করেছি, কিন্তু কোনো লাভই হয়নি।’

দ্বিতীয় রাউন্ডেই বিদায় নেওয়ায় হতাশ সাম্পাওলি, ‘হয়ত আমাদের আরও ভালো দল দরকার ছিল। এভাবে বিদায় নেওয়া খুবই হতাশাজনক। দলের সবাই যেভাবে পরিশ্রম করেছে, এটার জন্য আরও খারাপ লাগছে। কোচ হিসেবে এটা খুবই কষ্টের। তবে বিশ্বকাপ থেকে বাদ পড়েছি বলেই অবসরের চিন্তা মাথায় আনতে চাই না।’

শেষ পর্যন্ত কতদিন মেসিদের কোচ থাকেন সাম্পাওলি, সেটা সময়ই বলে দেবে। সূত্র: প্যাভিলিয়ন