বাংলাদেশ সময় অনুযায়ী বাংলাদেশ-উইন্ডিজ সিরিজের চূড়ান্ত সময়সূচি এক নজরে দেখে নিন

১৪ বছর পর জ্যামাইকায় টেস্ট খেলবে বাংলাদেশ দল। আগামী ৪ জুলাই শুরু হবে প্রথম টেস্ট। ইতিমধ্যে একমাত্র প্রস্তুতি ম্যাচে ভালোই ব্যাটিং ও বোলিং সেরেছে সাকিব বাহিনি। এই সফরে দুই টেস্ট, তিন ওয়ানডে ও দুইটি টি-টোয়েন্টি খেলবে টাইগাররা।

৪ জুলাই দুই টেস্টের প্রথমটি শুরু হবে অ্যান্টিগায়, এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮ টায়। আর জ্যামাইকার স্যাবিনা পার্কে দ্বিতীয় টেস্ট শুরু ১২ জুলাই। দ্বিতীয় টেস্ট শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯ টায়।

দুই টেস্টের সঙ্গে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টিও খেলবে বাংলাদেশ। শেষ দুটি টি-টোয়েন্টি হবে অবশ্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়।

গায়ানায় প্রথম ওয়ানডে হবে ২২ জুলাই। একই মাঠে দ্বিতীয় ওয়ানডে ২৫ জুলাই। আর ২৮ জুলাই শেষ ওয়ানডে হবে সেন্ট কিটসে।প্রথম ও তৃতীয় ওয়ানডে শুরু হবে বাংলাদেশ সময় রাত ৭ টা ৩০ মিনিটে।
আর দ্বিতীয় ওয়ানডে হবে রাত ১২ টা ৩০ মিনিটে।

প্রথম টি-টোয়েন্টিও হবে সেন্ট কিটসে, ৩১ জুলাই বাংলাদেশ সময় সকাল ৬.৩০ মিনিটে। আর ৪ ও ৫ আগস্ট শেষ দুটি টি-টোয়েন্টি হবে ফ্লোরিডায় সকাল ৬ টায়।।

একনজরে দেখেনিন সফরের সময়সূচী…

ইতিমধ্যে এই সফরের জন্য টেস্ট স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। একনজরে উইন্ডিজ সফরের জন্য ঘোষিত টেস্ট স্কোয়াড-

বাংলাদেশ টেস্ট স্কোয়াড:
সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন দাস, মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি, রুবেল হোসেন, নুরুল হাসান সোহান, আবু জায়েদ রাহী, নাজমুল হোসেন শান্ত ও শফিউল ইসলাম।

স্ট্যান্ড বাই:
ইয়াসিন আরাফাত মিশু, আবু হায়দার রনি, নাঈম হাসান, মোসাদ্দেক হোসেন এবং মুস্তাফিজুর রহমান।

এটি হবে বাংলাদেশের চতুর্থ ওয়েস্ট ইন্ডিজ সফর। ২০১৪ সালে সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়েছিল বাংলাদেশ, সেবার কোনো ফরম্যাটেই একটি ম্যাচও বাংলাদেশ জিততে পারেনি।