আর্জেন্টিনাকে বিদায় জানালেন মাসচেরানো

ফ্রান্সের বিপক্ষে ৪-৩ গোলে হেরে শেষ ষোলোতেই থেমে গেছে আর্জেন্টিনার বিশ্বকাপ অভিযান। রাশিয়া থেকে এখন বাড়ির পথ ধরতে হবে তাদের। আর দলের বিদায় নিশ্চিত হওয়ার পর আন্তর্জাতিক ফুটবলকে নিজের বিদায় জানানোর কথা বলে দিলেন হাভিয়ের মাসচেরানো।

শনিবার কাজানে ফ্রান্সের বিপক্ষে মাঠে নেমেই দারুণ এক কীর্তি গড়েছিলেন মাসচেরানো। দেশের হয়ে ১৪৫ আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমেছিলেন। যা কোনো আর্জেন্টাইন ফুটবলের জন্য সর্বোচ্চ। কিন্তু যে লক্ষ্য নিয়ে বিশ্বকাপের মঞ্চে আসা সেটি পূরণ হয়নি।

বয়সটা ৩৪। পরের বিশ্বকাপ খেলার সম্ভাবনাও নেই কোনো। বরং আগে থেকেই এটি অনুমেয় ছিল যে এবারের আসর শেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলবেন মাসচেরানো। তবে নিশ্চয়ই ট্রফি জিতে তারপর বিদায় জানাতে চেয়েছিলেন। কিন্তু সেই স্বপ্ন অধরা থেকে গেল তার।

মাসচেরানো দেশের হয়ে চতুর্থবারের মতো বিশ্বকাপ খেললেন এবার। রাশিয়া আর্জেন্টিনার ৪টি ম্যাচেই প্রতিটি মিনিটই মাঠে ছিলেন তিনি। ফ্রান্সের বিপক্ষে ম্যাচ শেষে ডিপোর্ট টিভিকে মাসচেরানো বলেছেন, ‘ব্যক্তিগতভাবে এখন থেকে আমার জন্য এটি শেষ। এখন আমি একজন আর্জেন্টিনার আরেকজন দর্শক মাত্র।’

আর্জেন্টিনার ক্লাব রিভার প্লেটের হয়ে ক্যারিয়ার শুরু মাসচেরানোর। ইউরোপে খেলেছেন দাপাটের সঙ্গে। জাতীয় দলে অভিষেক ২০০৩ সালে। ক্লাব ফুটবলে ২০০৬ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত খেলেছেন ওয়েস্টহামে। এরপর পাড়ি দেন লিভারপুলে। ২০১০ সাল থেকে সর্বশেষ মৌসুমে জানুয়ারি পর্যন্ত খেলেছেন বার্সেলোনায়। দুটি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন। এছাড়া বার্সার ৫টি লা লিগা জয়ের সারথি তিনি।

বার্সেলোনা ছেড়ে এখন তিনি চীনা ফুটবল লিগে নাম লিখিয়েছেন।