মালয়েশিয়া ইমিগ্রেশনে অবৈধ প্রবাসীদের নিবন্ধন চলছে

একদিকে ধরপাকড়, অন্যদিকে চলছে নিবন্ধন। মালয়েশিয়া ইমিগ্রেশনের সামনে হাজার হাজার অভিবাসী ভিড় করছেন নিবন্ধনের জন্য। ৩০ জুন নিবন্ধনের শেষ দিনে এসব অবৈধ অভিবাসী এবং নিয়োগকারী মালিকরা অফিসের বাইরে দাঁড়িয়ে নিবন্ধনের জন্য নাম লিখাচ্ছেন। সকাল ৮টা থেকে অভিবাসীদের উপস্থিতি জনস্রোতে রূপ নেয়। রীতিমতো হিমশিম খেতে হয় ইমিগ্রেশন ডিপার্টমেন্ট ও রেলা কর্তৃপক্ষকে। ৩০ জুন রাত ১২টায় বৈধকরণ প্রক্রিয়ার কাজ শেষ হবে বলে জানান ইমিগ্রেশন ডিপার্টমেন্টের পরিচালক দাতো সেরি মোস্তাফার আলী।

নিবন্ধন প্রক্রিয়া চললেও গত এক সপ্তাহে মালয়েশিয়ায় বিশেষ অভিযানে ৮শ’ বাংলাদেশিসহ ৩ হাজার অবৈধ অভিবাসীকে আটক করেছে অভিবাসন বিভাগ। ইমিগ্রেশন ডিপার্টমেন্টের ডাকে সাড়া দিয়ে ২০১৬ সালের ১৫ ফেব্রুয়ারি থেকে অবৈধ শ্রমিকদের বৈধ হওয়ার সুযোগ দিয়ে আসছিল। এ পর্যন্ত ৭ লাখ ৪৮ হাজার ৯৯২ কর্মী বৈধকরণ প্রকল্পে নিবন্ধিত হয়েছে।

এদিকে অবৈধদের বৈধ হওয়ার সুযোগকে কাজে লাগিয়ে বাংলাদেশি ও অন্যান্য দেশের এজেন্টরা ভিসা না করে লাখ লাখ রিঙ্গিত হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ উঠেছে। অবৈধদের বৈধ করার রি-হিয়ারিং প্রোগ্রামে নিবন্ধিত হওয়া কক্সবাজারের জাহাঙ্গীর এ প্রতিবেদককে জানান, প্রায় চার মাস হয়ে গেছে মাই-ইজি করেছি বাংলাদেশ এজেন্টের মাধ্যমে।

কয়েক দফায় আমাদের কাছ থেকে জনপ্রতি তিন থেকে পাঁচ হাজার রিঙ্গিত (বাংলাদেশি টাকায় ৬৫ হাজার থেকে ১ লাখ টাকা) হাতিয়ে নিয়েছে প্রতারক তৌহিদ। প্রায় দুইশত বাংলাদেশের অভিবাসীর কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে পালিয়েছে। আমরা এখন অসহায়। এমন প্রতারণার শিকার মালয়েশিয়াজুড়ে হাজার হাজার বাংলাদেশি। শ্রম কাউন্সিলর সায়েদুল ইসলাম জানান, অবৈধ যারা আটক হয়েছেন তারা দেশে ফেরত যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই।