মাঠে নামার আগে নতুন শঙ্কায় আর্জেন্টিনা

রাশিয়া বিশ্বকাপের শুরু থেকে প্রতিটি পরতে পরতে শঙ্কায় আর্জেন্টিনা। গ্রুপ পর্বে এক জয়, এক ড্র ও এক হার দিয়ে কোনভাবে দ্বিতীয় দল হিসেবে শেষ ষোলো নিশ্চিত করেছে দলটি।

শনিবার (৩০ জুন) বাংলাদেশ সময় রাত আটটায় শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচে ফ্রান্সের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। গুরুত্বপূর্ণ ম্যাচটিতে নামার আগে নতুন শঙ্কায় ভুগছেন মেসিরা। কারণ আর্জেন্টিনা দলের ছয়জন ফুটবলার ইতোমধ্যে হলুদ কার্ড দেখেছেন। তিনজন দেখেছেন ক্রোয়েশিয়ার বিপক্ষে। অপর তিনজন নাইজেরিয়ার বিপক্ষে। ফ্রান্সের বিপক্ষে তারা আর একটি হলুদ কার্ড দেখলে পরের ম্যাচের জন্য নিষিদ্ধ হবেন। ফ্রান্সকে হারিয়ে আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনালে গেলে দ্বিতীয় হলুদ কার্ড দেখা খেলোয়াড়দের পাওয়া যাবে না।

হলুদ কার্ড দেখার তালিকায় রয়েছেন, মেসি, ম্যাসচেরানো, নিকোলাস ওটামেন্ডি, গ্যাব্রিয়েল মার্কাদো, মার্কোস আকুনা ও এভার বানেগা।