ফিরলেন বেন স্টোকস

চোট সারিয়ে ভারতের বিরুদ্ধে দলে ফিরলেন ইংল্যান্ডের অল-রাউন্ডার বেন স্টোকস। শুক্রবার ১৪ সদস্যের দলে তাকে বেছে নেয় ইসিবি নির্বাচকরা। ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজে ইংল্যান্ডকে নেতৃত্ব দেবেন মরগান। ইংল্যান্ড সফরে তিনটি ওয়ান ডে, তিনটি টি-টোয়েন্টি ম্যাচ ছাড়াও পাঁচ টেস্টের সিরিজ খেলবে ভারত।

হ্যামস্ট্রিংয়ে চোটের জন্য সদ্যসমাপ্ত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে ইংল্যান্ড দলে ছিলেন না স্টোকস। ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে ৫-০ হারায় ইংল্যান্ড। স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নারের নির্বাসনের পর এটাই ছিল অস্ট্রেলিয়ার প্রথম সফর। স্মিথের পরিবর্তে অজিদের নেতৃত্ব দেন টিম পেইন। তার নেতৃত্বে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয় অস্ট্রেলিয়া। দারুণ ফর্মে রয়েছেন অ্যালেক্স হেলস ও জেসন রয়। রানের মধ্যে রয়েছেন জনি বেয়ারস্ট্রো, জস বাটলার এবং ক্যাপ্টেন মরগান।

ফলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ জয়ী দলে বিশেষ পরিবর্তন করেনি ইংল্যান্ড। তবে ভারতের বিরুদ্ধে দলে জায়গা হয়নি স্যাম কারেন ও স্যাম বেলিংস। তবে কারেন ভাইয়েদের অপরজন টম ভারতের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে দলে জায়গা পেয়েছেন। দলে রয়েছেন দুই স্পিনার আদিল রশিদ ও মঈন আলি। পেস বোলারদের মধ্যে দলে রয়েছেন লিয়াম প্লুনকেট, মার্ক উড, ডেভিড উইলি, টম কারেন এবং জ্যাক বল। তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ শুরু হচ্ছে ১২ জুলাই ট্রেন্টব্রিজে।