সৌদিতে বাংলাদেশী প্রবাসী আবুল কালামের সম্মানে কেক কাটলেন মালিক

সৌদি আরবে এক মালিকের অধীনে একনাগাড় ১৮ বছর ধরে কাজ করছেন বাংলাদেশি আবুল কালাম। সম্প্রতি ১৮ বছর পূর্তিতে বাঙালি শ্রমিক আবুল কালামের সম্মানে কেক কাটার আয়োজন করলেন মালিক মুওয়াতিন। শুধু তাই নয়, নিজ হাতে আবুল কালামের মুখে কেক তুলে দেন মুওয়াতিন।

বিশ্বস্ততা, সততা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে মালিকের প্রশংসা কুড়ানো আবুল কালাম এ যেন গোটা বাঙালি প্রবাসীদের মাথা উঁচু করলেন। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদ মাধ্যম আল আরাবিয়া আবুল কালামকে নিয়ে এ সংবাদ প্রকাশ করে।

আল আরাবিয়াকে আবুল কালামের মালিক আব্দুল মুওয়াতিন বলেন, ‘আবুল কালাম আমাদের বাড়িতে আঠারো বছর যাবত আছেন। তিনি আমাদের মেষ চড়ান। অত্যন্ত কর্মঠ ও বিশ্বস্ত ব্যক্তি তিনি । পরিচ্ছন্নতাও তার অতুলনীয় একটি গুণ। তার কৃতজ্ঞতা স্বরূপ এ অনুষ্ঠানের আয়োজন করেছি আমরা।

এ পরিবারের আরেক সদস্য আবুয়ি বলেন, আমরা তাকে আমাদের পরিবারের একজন মনে করি। সব বিষয়ে আমরা এ বিষয়টি লক্ষ রাখি। এ সবই তার প্রশংসনীয় গুণাবলির ফলে।’

অনুষ্ঠানে আবুল কালাম সৌদি পোশাক পরিহিত ছিলেন। এ দেশকে ভালবেসে তিনি সৌদি পোশাক করেছেন বলেও তিনি জানান । তবে আবুল কালামের পূর্ণাঙ্গ পরিচয় জানায়নি পত্রিকাটি।