সিচুয়ান প্রদেশে মিসাইল গ্যারিসন তৈরী করেছে চীন। সেখানে একগুচ্ছ ব্যালিস্টিক মিসাইল প্রস্তুত রাখা হয়েছে। মিসাইলগুলো যাতে ভারতের যেকোনো জায়গায় হামলা চালাতে পারে সেজন্য প্রস্তুতি নিয়েছে চীন।
সম্প্রতি স্যাটেলাইট ইমেজে ওই মিসাইল গ্যারিসনের দৃশ্য ধরা পড়েছে। গ্যারিসনটি চীনের সিচুয়ান প্রদেশের ইবিন শহরের ১৫ কিলোমিটার পুর্বে তৈরি করা হয়েছে। তিন বছর আগে এটির নির্মাণ কাজ শুরু হয়।
এ মিসাইল ঘাঁটির মধ্যে একটি ফুটবল খেলার মাঠ রয়েছে । এতে দু’টি বাস্কেটবল গ্রাউন্ডও রয়েছে। এখানে ১৫টি তিনতলার ব্যারাক রয়েছে। সেখানেই চীনা সেনারা থাকে বলে মনে করা হচ্ছে। উঁচু দেওয়ালে ঘেরা ঘাঁটিতে ঢোকার চারটি প্রবেশপথ রয়েছে।
বিশেষজ্ঞদের অভিমত, মিসাইলগুলো কেবল ভারত মহাসাগরীয় অঞ্চলেই নয়, যুক্তরাষ্ট্রের কিছু অংশেও হামলা চালাতে পারবে।