লিবিয়ার পশ্চিম উপকূলে শতাধিক অভিবাসীকে নিয়ে একটি নৌকা ডুবে গেছে। আরোহীদের অধিকাংশের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। শুক্রবার লিবিয়ার কোস্টগার্ড কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
এক বিবৃতিতে কোস্টগার্ড জানিয়েছে, নৌকাটিতে ১২০ থেকে ১২৫ জন আরোহী ছিল। এদের মধ্যে ১৬ জনকে জীবিত উদ্ধার করা গেছে।
বেঁচে যাওয়া লোকদের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, নৌকাটি ভোররাতে লিবিয়ার গারাবুলি এলাকা থেকে ছেড়ে এসেছিল। ছেড়ে আসার ঘন্টাখানেক পর একটি বিস্ফোরণের কারণে নৌকার ইঞ্জিনে আগুন ধরে গিয়েছিল। এরপরই নৌকাটি ডুবে যায়।
ইয়েমেন থেকে আসা ওই নৌকার যাত্রী আমরি সিউলেহ বলেন, ‘আমাদেরকে বলা হয়েছিল, নৌকায় ২০ জন যাত্রী থাকবে। কিন্তু এতো লোক দেখার পর আমরা নৌকায় উঠতে অস্বীকার করেছিলাম।’
নৌকাটি মাত্র আট মিটার লম্বা ছিল উল্লেখ করে তিনি জানান, মানবপাচারকারীরা অস্ত্র দেখিয়ে তাদেরকে নৌকায় উঠতে বাধ্য করে।
নৌকাটিতে ১৫ জন নারী ছিল। তাদের কাউকে উদ্ধার করা যায়নি। এছাড়া নিখোঁজদের মধ্যে দুই নবজাতক ও ১২ বছরের নিচে তিন শিশুও রয়েছে। উদ্ধারকৃত ১৬ জনই পুরুষ।